Apple skin care for Winter

শীতে মরসুমি আপেল থাক ত্বকের যত্নেও! কী কী ভাবে ব্যবহার করা যেতে পারে?

ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি-সহ শীতে ত্বকের নানা সমস্যা দূর করতেও সহায়ক। আপেলে থাকা ভিটামিন সি এবং কপার ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ২১:০৫

ছবি : সংগৃহীত।

শীত কাল আপেলের মরসুম। টাটকা মিষ্টি ফলের উপকারিতাও কম নয়। তবে কেবল স্বাস্থ্যের জন্যই ভাল নয়, এই ফল ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি-সহ শীতে ত্বকের নানা সমস্যা দূর করতেও সহায়ক। আপেলে থাকা ভিটামিন সি এবং কপার ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু আপেল ত্বকের যত্নে ব্যবহার করবেন কী ভাবে?

Advertisement

১. উজ্জ্বল ত্বকের জন্য

যাদের ত্বক শুষ্ক বা নিস্তেজ হয়ে পড়েছে, তাদের জন্য এই প্যাকটি উপযুক্ত। অর্ধেক আপেল কুচি করে পেস্ট করে নিন। এর সাথে ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বককে নরম ও উজ্জ্বল করে।

২. তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের অতিরিক্ত সেবাম নিয়ন্ত্রণ করতে এবং রোদে পোড়া ভাব দূর করতে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। আপেলের পেস্টের সাথে ১ চামচ টক দই এবং সামান্য লেবুর রস মিশিয়ে নিন। পরিষ্কার মুখে এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে।

৩. টোনার হিসেবে

আপেলের রস প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে। এর জন্য আপেল গ্রেট করে বা ব্লেন্ড করে এর রস ছেঁকে নিন। একটি কটন বল বা তুলোর সঙ্গে এই রস মুখে টোনার হিসেবে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক টানটান থাকে এবং বলিরেখা কম পড়ে।

Advertisement
আরও পড়ুন