Lip colour lasting tips

খাওয়াদাওয়ার পরেও একই রকম থাকবে লিপস্টিকের রং? ৫টি ধাপ অনুসরণ করলে সম্ভব

সমাধান খুঁজতে অনেকেই ঠোঁটে লিপস্টিক লাগানোর পরে তার উপরে পাউডার বুলিয়ে আবার তার উপরে লিপস্টিক লাগান। কিন্তু তেলমশলাজাতীয় খাবার খেলে সেই উপায়ও ব্যর্থ হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৮:৩৪

ছবি : সংগৃহীত।

অনুষ্ঠানে বা পার্টিতে গেলেন এক রকম সেজে আর খাওয়াদাওয়ার পরে আপনাকে দেখতে লাগল অন্যরকম! মেক আপ করা মুখে ঠোঁট থেকে লিপস্টিকের রং মুছে গেলে এমন মনে হতেই পারে। আর এই অভিজ্ঞতা খুব বিরলও নয়। সমস্যার সমাধান খুঁজতে অনেকেই ঠোঁটে লিপস্টিক লাগানোর পরে তার উপরে পাউডার বুলিয়ে আবার তার উপরে লিপস্টিক লাগান। কিন্তু তেলমশলাজাতীয় খাবার খেলে সেই উপায়ও ব্যর্থ হতে পারে।

Advertisement

তা হলে কী করবেন?

রূপটান শিল্পীরা বলছেন খাওয়ার পরেও লিপস্টিক ঠিক রাখার জন্য ৫টি বিষয় অনুসরণ করতে হবে।

১। মেক আপ শুরুর আগে থেকে এর ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে ঠোঁটের ত্বক যক অমসৃণ হবে, ততই লিপস্টিক উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই লিপস্টিক ব্যবহার করার আগে ঠোঁট স্ক্রাব করুন। চিনি দিয়ে কিংবা একটি টুথব্রাশ ঘষেও স্ক্রাব করা যায়।

২। ঠোঁটকে ময়েশ্চারাইজ় করুন। ভাল লিপ বাম বা এক ফোঁটা নারকেল তেল আর গোলাপজল হাতের তালুতে একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। কিছু ক্ষণ রেখে। একটি কাপড় বা ব্লটিং পেপার দিয়ে অতিরিক্ত তৈলাক্ত ভাব মুছে নিন। না হলে আবার লিপস্টিক ঠোঁটে বসবে না।

৩। একটি ভাল মানের লিপলাইনার দিয়ে পুরো ঠোঁটই রং করুন। কোনও অংশ বাদ দেবেন না। এর পরে লাগান লিপস্টিকের প্রথম পরত। এ বার টিস্যু দিয়ে হালকা চাপ দিয়ে লিপস্টিকের তৈলাক্ত ভাব শুষে নিন এবং আবার লিপস্টিক ব্যবহার করুন। এ ভাব লিপস্টিক ব্যবহার করাকে বলা হয় লেয়ারিং।

৪। পাউডার লাগবেই। তবে ভাল ভাবে লেয়ারিং করার পরে। সাধারণ পাউডারের বদলে ফেস পাউডার ব্যবহার করলে ভাল। তা আরও ভাল ভাবে বসে যায়। রংও বদলায় না।

৫। একেবারে শেষে দিন মেক আপ সেট করার স্প্রে। মুখের মেক আপ সেট করার জন্য যে স্প্রে ব্যবহার করেন, তেমনই ওই স্প্রেও ঠোঁটের রং অটুট রাখবে। তবে একই সঙ্গে খাওয়াদাওয়ার সময়ে একটু খেয়াল করেও খেতে হবে।

Advertisement
আরও পড়ুন