Hot Oil Manicure

নখ ভাল রাখতে করুন ‘হট অয়েল ম্যানিকিওর’! পার্লারে যেতে হবে না, সমাধান আছে বাড়িতেই

বর্ষায় নখে ভিজে ভাব থেকে যাওয়ায় নখ দুর্বল হয়ে পড়ে। নখ অতিরিক্ত নরম থাকায় সামান্য এ দিক ও দিক হলেই ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে শুরু করে। আর তাই বর্ষায় নখের বিশেষ যত্ন জরুরি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ২০:৩৬

ছবি : সংগৃহীত।

বর্ষায় হাতের নখ ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। এর প্রধান কারণ হল বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং রোদের অভাব। নখে ভিজে ভাব থেকে যাওয়ায় নখ দুর্বল হয়ে পড়ে। নখ অতিরিক্ত নরম থাকায় সামান্য এ দিক ও দিক হলেই ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে শুরু করে। আর তাই বর্ষায় নখের বিশেষ যত্ন জরুরি। সে ব্যাপারে সাহায্য করতে পারে হট অয়েল ম্যানিকিওর।

Advertisement

‘হট অয়েল ম্যানিকিয়োর’ কী?

এই ম্যানিকিয়োর পার্লারে হয় না তা নয়। তবে হট অয়েল ম্যানিকিয়োর বাড়িতেও সহজেই করা যায়। অন্যান্য ম্যানিকিয়োরের সঙ্গে এর মূল তফাত হল এখানে জলের পরিবর্তে ব্যবহার করা হয় গরম তেল। নখ সহজেই ভেঙে গেলে নখকে সুন্দর করে তোলার জন্য এই হট অয়েল ম্যানিকিয়োর কার্যকরী। গরম তেলে নখ ডুবিয়ে রাখলে নখের ডগায় ও নখের চারপাশে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে নখের চারপাশের পাতলা ত্বক নরম থাকবে।

কী ভাবে করবেন?

একটি পাত্রে এক টেবিল চামচ করে নারকেল তেল, ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, টি ট্রি অয়েল, হোহোবা অয়েল, অলিভ অয়েল এবং আমন্ড অয়েল সমপরিমাণে মিশিয়ে নিয়ে আধ মিনিট মতো আঁচে বসিয়ে গরম করুন। এ বার ওই পাত্রে আঙুল ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। ঠান্ডা হয়ে গেলে আবার গরম করে আবার নখ ডুবিয়ে রাখতে হবে। তার পরে আঙুল থেকে হাতের কব্জি পর্যন্ত ওই তেল ভাল ভাবে মালিশ করে নিন। কিছু ক্ষণ রেখে গরম জলে তোয়ালে ডুবিয়ে ভাল করে নিঙড়ে নিয়ে চেপে চেপে মুছে নিন। এতে হাতের পাতা এবং নখ দুই-ই ভাল থাকবে।

Advertisement
আরও পড়ুন