Alia Bhatt

Ranbir-Alia Wedding: পাঁচ দিনের বিয়ের ছুটি কাটিয়ে কাজে ফিরলেন আলিয়া ভট্ট, কেমন ছিল তাঁর সাজ

সব জল্পনায় জল ঢেলে অন্য চমক দিলেন নায়িকা। না, রোজের মতো পাশ্চিমী ফ্যাশনের ছোঁয়া ছিল না আলিয়ার সাজে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৬:৩৪
বিয়ের পর কাজে ফিরছেন আলিয়া ভট্ট।

বিয়ের পর কাজে ফিরছেন আলিয়া ভট্ট।

মাত্র পাঁচ দিনের জন্য বিয়ের ছুটি নিয়েছিলেন আলিয়া ভট্ট। আজ, মঙ্গলবার কাজে ফিরলেন তিনি। কেমন বেশে বলিউডের চর্চিত কপূর খানদানের নববধূকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা ছিলই। দীপিকা পাড়ুকোনের মতোই মাথায় সিঁদুর দিয়ে কি দেখা যাবে এই তারকা বধূকে? নাকি আলিয়ার চিরাচরিত মেকআপ ছাড়া, ফুরফুরে পশ্চিমী পোশাকেই দেখা দেবেন নায়িকা।

সব জল্পনায় জল ঢেলে অন্য চমক দিলেন নায়িকা। না, রোজের মতো পাশ্চিমী ফ্যাশনের ছোঁয়া ছিল না আলিয়ার সাজে। তাঁকে দেখা গেল সালোয়ার কুর্তায়। গোলাপি সেই পোশাক গ্রীষ্মের দুপুরে এনেছে স্নিগ্ধ ছোঁয়া। সঙ্গে কপালে ছোট্ট টিপ। হালকা লিপস্টিক।

Advertisement

না ঠিক নতুন বউয়ের মতো দেখাচ্ছে না নায়িকাকে। মাথায় সিঁদুর কিংবা অতি উজ্জ্বল গয়না নেই পরনে। তবে বিয়ের আংটি দিব্যি দেখা যাচ্ছে নায়িকার আঙুলে। ছিমছাম সাজে একমাত্র তার বিশাল আংটিটাই সব ছাপিয়ে জ্বলজ্বল করছে। আলিয়ার মুখের হাসি বুঝিয়ে দিচ্ছে, নতুন জীবনে পা রেখে খুশি নায়িকা।

আর আছে আলিয়ার হাতের মেহন্দি। এখনও রীতিমতো উজ্জ্বল তার রং। তা দেখাতে মোটেও ভোলেননি রণবীর-জায়া!

Advertisement
আরও পড়ুন