Skin Pigmentation Remedies

বহু পুরনো মেচেতার দাগও দূর হবে, রোজ খেতে হবে বিশেষ ‘ডিটক্স’ পানীয়, কী ভাবে বানাবেন?

নাকের দু’পাশে, গালে, কপালে কালচে-বাদামি মেচতার দাগ বা অনেকেরই দেখা যায়। মেচেতার দাগ যে কেবল বয়সকালে হয় তা নয়, এখন যে পরিমাণে রাসায়নিক দেওয়া ক্রিম বা প্রসাধনী ব্যবহার করা হয়, তাতে মেচেতার মতো দাগছোপ দেখা দেয় কমবয়স থেকেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৩:৩৭
Anti-Pigmentation drink that fades years old skin pigmentation

কেন হয় মেচেতার দাগ, দূর হবে কী উপায়ে? ছবি: এআই।

মুখ হবে দাগহীন, ত্বক হবে মাখনের মতো, তবেই না দেখতে সুন্দর লাগবে! রূপকথা থেকে বাস্তব জীবন, সবেতেই নারীর সৌন্দর্যকে বিচার করা হয় এই মাপকাঠিতে। দাগছোপহীন চকচকে ত্বকই কামনা করেন সব মেয়েই। সে জন্য সালোঁতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতেও দ্বিধা করে না। নায়িকাদের মতো কোমল ও মোলায়েম ত্বকের জন্য ফেশিয়াল, স্ক্রাবিং, স্টিমিং ট্রিটমেন্ট আরও কত কী করান। তবে এর পরেও দাগছোপ থেকে রেহাই পাওয়া যায় না। নাকের দু’পাশে, গালে, কপালে কালচে-বাদামি মেচতার দাগ বা অনেকেরই দেখা যায়। মেচেতার দাগ যে কেবল বয়সকালে হয় তা নয়, এখন যে পরিমাণে রাসায়নিক দেওয়া ক্রিম বা প্রসাধনী ব্যবহার করা হয়, তাতে মেচেতার মতো দাগছোপ দেখা দেয় কমবয়স থেকেই। এর থেকে রেহাই পাওয়ার উপায় কী?

Advertisement

শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রায় হেরফের হলে মুখে মেচেতার সমস্যা দেখা দিতে পারে। রজোনিবৃত্তির পর কিংবা গর্ভাবস্থাতেও এই ধরনের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা বলছেন, দীর্ঘ দিন ধরে গর্ভনিরোধক বড়ি খেলেও কিন্তু মেচেতার সমস্যা দেখা যেতে পারে। খুব বেশি পরিমাণে প্রসাধনী ব্যবহার করলে, মেকআপ ঠিকমতো না তুললে অথবা ঘন ঘন স্কিন থেরাপি করালে, এই ধরনের দাগছোপ পড়তে পারে। মুখের কালো দাগছোপ তুলতে বহু মহিলাই ব্যবহার করেন স্টেরয়েড জাতীয় ক্রিম। কিন্তু দীর্ঘ দিন এ সব ব্যবহারে ত্বকের ক্ষতি আটকানো মুশকিল।

মেচেতার দাগ তুলতে খরচসাপেক্ষ কোনও ট্রিটমেন্ট করানোর প্রয়োজন নেই, বরং ভিতর থেকে ত্বকের কোষের মেরামতি দরকার। তার জন্য প্রসাধনী নয়, প্রয়োজন ডিটক্স পানীয়ের। ত্বক চিকিৎসকেরা জানাচ্ছেন, এমন কিছু ডিটক্স পানীয় আছে, যা ত্বকের কোষ পুনর্গঠন করতে সাহায্য করে, ফলে মেলানিন রঞ্জকের ভারসাম্যও বজায় থাকে। এই রঞ্জকের পরিমাণের হেরফের হলে তখনই দাগছোপ দেখা দিতে থাকে ত্বকে।

কী পানীয় রোজ খাবেন?

ছোট এলাচ ও মধু মিশিয়ে ডিটক্স বানিয়ে নিন বাড়িতে। এলাচের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে যা প্রদাহ কমাতে পারে। এলাচ খেলে ত্বকের রক্ত সঞ্চালন ভাল হয়, টক্সিন দূর হয়, ফলে বহু পুরনো দাগছোপও উঠে যেতে পারে দ্রুত। মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ আছে যা ত্বকের যে কোনও সংক্রমণ প্রতিরোধ করতে পারে। প্রতি দিন সকালে এক কাপ জলে এক থেকে দু’চামচ মধু ও এলাচ গুঁড়ো মিশিয়ে খেলে ত্বকের দাগছোপ উঠে যাবে। এই পানীয় অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর যা ত্বকের স্বাস্থ্য ভাল রাখবে।

আরও একধরনের ডিটক্স পানীয় ত্বকের জন্য ভাল। এর জন্য প্রয়োজন একটি আপেল, একটি মাঝারি মাপের বিট ও একটি গাজর। তিন উপকরণ মিক্সিতে ব্লেন্ড করে নিন। সামান্য জল মিশিয়ে এতে পুদিনা পাতা ছড়িয়ে খেয়ে নিন। নিয়মিত খেলে ত্বকের ঔজ্জ্বল্য কয়েকগুণ বেড়ে যাবে।

Advertisement
আরও পড়ুন