Hair Care Tips

পুজোর আগে উজ্জল ও জেল্লাদার চুল পেতে কী মাখবেন, লেবুর রস না অ্যাপেল সাইডার ভিনিগার?

অ্যাপেল সাইডার ভিনিগার মাখলে চুল নরম ও জেল্লাদার হয়। কেউ আবার ভরসা রাখেন লেবুর রসে। কার জন্য কোনটি ভাল, জেনে নিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৫:১৪
Apple Cider Vinegar or Lemon juice, which one is healthy for Hair Growth

জেল্লাদার চুল পেতে অ্যাপল সাইডার ভিনিগার না লেবুর রস, কোনটি মাখবেন? ছবি: ফ্রিপিক।

পুজোর আগে জেল্লাদার চুল পেতে এখন থেকেই নানা ধরনের হেয়ার মাস্ক ব্যবহার করছেন অনেকে। কোন হেয়ার মাস্ক চুলের জন্য ভাল তা বুঝে ব্যবহার করতে হবে। কারও মতে, অ্যাপেল সাইডার ভিনিগার মাখলে চুল নরম ও জেল্লাদার হয়। কেউ আবার ভরসা রাখেন লেবুর রসে। কার জন্য কোনটি ভাল, কী ভাবে ব্যবহার করলে উপকার পাবেন, তা জেনে নিন।

Advertisement

কারা মাখবেন অ্যাপেল সাইডার ভিনিগার?

বাজারচলতি রাসায়নিক মেশানো হেয়ার মাস্ক বা সিরামের বদলে অ্যাপেল সাইডার ভিনিগার অনেক বেশি উপকারী। যে কোনও ধরনের চুলের পক্ষেই কার্যকরী। এতে রয়েছে ভিটামিন বি, ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি। প্রাণহীন চুলে জেল্লা ফেরানোর এর জুড়ি মেলা ভার। এটি নিয়ম মেনে ব্যবহার করলে, মাথার ত্বকে জমে থাকা ধুলোময়লা, মৃতকোষ বার হয়ে যাবে, চুলের গোড়া মজবুত হবে। রুক্ষ চুল নরম হবে। যদি চুল রং করিয়ে থাকেন, তা হলেও অ্যাপল সাইডার ভিনিগার ব্যবহার করা যায়। কারণ, সাধারণ শ্যাম্পুর মতো রং হালকা হয়ে যাওয়ার সমস্যা এতে হয় না।

কী ভাবে মাখবেন?

১) সমপরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার এবং মধু মিশিয়ে সেই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। তার পরে ধুয়ে ফেলুন। এতে চুল হবে ঝলমলে।

২) অ্যাপল সাইডার ভিনিগার এবং অ্যালো ভেরা জেল সমপরিমাণে মিশিয়ে সেই মিশ্রণ চুলে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে নিন।

৩) এক কাপ জলে দু’চামচ অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। শ্যাম্পু করার পরে চুলে স্প্রে করে ১৫ মিনিট রাখুন। তার পর ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। এতে চুল জেল্লাদার দেখাবে।

লেবুর রস কাদের জন্য ভাল?

খুশকি দূর করতে বা চুলের বৃদ্ধিতে পাতিলেবুর তুলনা নেই। তবে অনেকেই বলেন, লেবুর রস মাখলে মাথার ত্বকে জ্বালা হয়। এর কারণ, ভুল পদ্ধতিতে পাতিলেবুর রস ব্যবহার করা হয়। লেবু চিপে তার রস সরাসরি মাথায় মাখলে জ্বালা-চুলকানি হতে পারে। চুলে পাতিলেবু মাখার নিয়ম আছে। সেই পদ্ধতিগুলি মেনে চললে, চুলের ঘনত্ব যেমন বাড়বে, তেমনই চুল পড়া, রুক্ষ চুলের সমস্যা দূর হবে। যাঁদের চুল খুব তৈলাক্ত, তাঁরা নিয়ম মেনে মাখলে উপকার পাবেন। চুল পড়ার সমস্যা কমাতেও লেবুর রস উপকারী।

কী ভাবে মাখবেন?

১) ২ চা-চামচ পাতিলেবুর রসের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ অল্প অল্প করে নিয়ে মাথার ত্বকে মালিশ করতে হবে। ১৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন।

২) ১ চামচ পাতিলেবুর রসের সঙ্গে ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে হবে। নারকেল তেল সামান্য গরম করে নেবেন। তার পর তাতে লেবুর রস মেশাবেন। এই মিশ্রণ ১০-১৫ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। যেহেতু লেবুর রসে অ্যাসিডের মাত্রা বেশি, তাই খুব বেশি ক্ষণ মাথায় মেখে থাকলে জ্বালা হতে পারে।

৩) লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসাবেও মাখা যায়। প্রাকৃতিক উপকরণে তৈরি মাস্কে মিশিয়ে নিতে পারেন পাতিলেবুর রসও।

Advertisement
আরও পড়ুন