Hair Straightening Mistakes

ভেজা মাথায় হেয়ার স্ট্রেটনার চালিয়ে দেন? চুলে এমন ক্ষতি হচ্ছে, যা মেরামত করা কঠিন!

আলিয়া ভট্ট, ক্যাট্রিনা কইফ, কিয়ারা আডবাণী, এমন তাবড় সমস্ত তারকাকে সাজিয়েছেন বলিউডের কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর। তিনি জানাচ্ছেন, ভেজা বা সামান্য আর্দ্র চুলে স্ট্রেটনার ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে, যা ক্ষণস্থায়ী নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২০:০০
ভেজা চুলে তাপ প্রয়োগ করলে বড় ক্ষতি।

ভেজা চুলে তাপ প্রয়োগ করলে বড় ক্ষতি। ছবি: সংগৃহীত।

প্রায়শই চুল স্ট্রেট করার অভ্যাস? নিজের কোঁকড়া বা ঢেউখেলানো চুল অপছন্দ অথবা মাঝেমধ্যে সাজ বদলানোর শখ— যা-ই হোক না কেন, বাড়িতে কিনে রাখা হেয়ার স্ট্রেটনার যন্ত্রের ব্যবহার হয় প্রায় রোজ। একে তো অতিরিক্ত তাপ চুল সহ্য করতে পারে না, তায় অনেকে সময়ের অভাবে স্যাঁতসেঁতে চুলেই যন্ত্র চালিয়ে দেন। সব মিলিয়ে এই অভ্যাস যে চুলের জন্য কতখানি ক্ষতিকারক, তা অনেকেই জানেন না। কিন্তু সম্প্রতি আপনার চুলের স্বাস্থ্যরক্ষার উদ্দেশ্যে এগিয়ে এলেন বলিউডের তারকা কেশসজ্জাশিল্পী অমিত ঠাকুর। গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে পোস্ট করলেন ইনস্টাগ্রামে।

Advertisement

আলিয়া ভট্ট, ক্যাট্রিনা কইফ, কিয়ারা আডবাণী, এমন তাবড় সমস্ত তারকাকে সাজিয়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিয়োতে তাঁর বিশেষ সতর্কবার্তা— ভেজা বা সামান্য আর্দ্র চুলে স্ট্রেটনার ব্যবহার করলে মারাত্মক ক্ষতি হতে পারে, যা ক্ষণস্থায়ী নয়।

প্রায়শই চুল স্ট্রেট করার অভ্যাস?

প্রায়শই চুল স্ট্রেট করার অভ্যাস? ছবি: সংগৃহীত।

অমিত জানালেন, ভেজা চুলে তাপ প্রয়োগ করলে চুলের ভিতরে থাকা জল বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প বের হওয়ার পথ না পেয়ে চুলের কাষ্ঠে ছোট ছোট গর্ত তৈরি করে। যাকে বলা হয় ‘বাবল হেয়ার এফেক্ট’। এমন নামকরণের কারণ, চুলের কাষ্ঠে বুদ্বুদ তৈরি হয়। এর ফলে চুলের প্রোটিন কাঠামো ভেঙে পড়ে, চুল দুর্বল হয়ে পড়ে, সহজে ভেঙে যেতে পারে এবং সময়ের সঙ্গে তা মেরামত করাও কঠিন হয়ে ওঠে।

তাই কেশসজ্জাশিল্পীর পরামর্শ, যে কোনও ধরনের স্ট্রেটনার বা কার্লিং আয়রন ব্যবহারের আগে চুল সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এবং তাপ থেকে সুরক্ষার জন্য হিট প্রোটেকশন ব্যবহার করতে হবে।

Advertisement
আরও পড়ুন