বর্ষায় কিনুন কেতাদুরস্ত বর্ষাতি ছবি : সংগৃহীত।
ক্যালেন্ডার মিলিয়ে বর্ষা এসেছে বঙ্গে। আষাঢ় মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে কখনও টিপটিপ, কখনও ঝমঝম, কখনও ইলশেগুঁড়ি বৃষ্টি। এই বর্ষা যদি তার প্রতি বারের রুটিন মেনে পুজো অবধিই স্থায়ী হয়, তবে আপাতত জল ছপছপে ভিজে দিনের সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে হবে অন্তত তিন মাস। তেমন হলে এই তিনমাসের সাজগোজ কেমন হবে? গরমে যেমন হালকা রঙের সুতির জামার খোঁজে অনলাইন শপিং প্ল্যাটফর্ম চষে ফেলেন, শীতে কেনেন গরম জামা, বর্ষায় কি তেমন খুঁজে পেতে একটা সুন্দর বর্ষাতি কিনবেন না?
অনলাইন এবং অফলাইন কেনাকাটার দুই ক্ষেত্রেই নানা স্টাইলের এবং নানা দামের বর্ষাতি পাওয়া যায়। অথচ শীতে বা গ্রীষ্মে পোশাকে ঠাটবাট বজায় রাখার জন্য জনগণ যতটা মন দেন, বর্ষার পোশাক নিয়ে ততটা ভাবেন না মোটেই। নেহাত প্রয়োজন পড়ে বলেই বদল আনেন পোশাকে। অথচ একটি উজ্জ্বল রঙের ছাতা বা একখানি কেতাদুরস্ত বর্ষাতি একঘেয়ে বৃষ্টি, মেঘলা, স্যাঁতসেঁতে দিনে মন ভাল করে দিতে পারে।
বর্ষাতি ছাতার থেকেও বেশি সুবিধাজনক। বিশেষ করে তাঁদের ক্ষেত্রে, যাঁরা হেঁটে বা বাইকে যাতায়াত করেন। তবে এখানে যে সমস্ত বর্ষাতির সন্ধান দেওয়া হল, তা থাকলে ছাতা ছেড়ে বর্ষাতিই ব্যবহার করতে ইচ্ছে হবে।
১। রেনফ্রক
ফ্রকের মতোই ঘের দেওয়া পোশাক। কিন্তু জলরোধক। তার সঙ্গে রয়েছে মাথা ঢাকা দেওয়ার হুডও। নাম ফ্রক রেন কোট। ঝুল হাঁটু পর্যন্ত হতে পারে। হাঁটু পেরিয়েও নামতে পারে। তবে এমন একটি রেন কোট থাকলে ভিতরে পোশাক কী পরেছেন, তা নিয়ে মাথা ঘামানোর দরকার পরবে না। এ ধরনের রেন কোটের দাম তিন হাজার থেকে শুরু করে ২৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে ছবির রেন কোটটির দাম ২৩ হাজার! অন্তত তেমনই লেখা রয়েছে এটসি নামের একটি ওয়েবসাইটে।
২। রেন ট্রেঞ্চ কোট
শীতে ট্রেঞ্চ কোট পরার চল রয়েছে বিদেশে। সেই ফ্যাশন ইদানীং এ দেশের মানুষজনও আপন করে নিচ্ছেন। ঠান্ডা এ দেশে ততটা তীব্র না হলেও বর্ষা থাকে ভরপুর। আর বর্ষায় এমন একটি ট্রেঞ্চ কোটের আদলের রেন কোট পরে বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটলে আপনিই হবেন সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্বচ্ছ এবং অস্বচ্ছ দু’ধরনেরই রেন ট্রেঞ্চ কোট রয়েছে। তবে স্বচ্ছের দাম ৪ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত হতে পারে বলে দেখা যাচ্ছে এটসি-সহ আরও কয়েকটি ওয়েবসাইটে। অন্য দিকে, জ়িল নামের একটি সাইটে দেখা লাল রঙের ট্রেঞ্চ রেনকোটটি বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়।
৩। রেন স্কার্ট
লম্বা ঝুলের স্কার্ট। তবে তাতে জল পরলেও ভিজবে না। এমন স্কার্ট অ্যামাজ়নেও পাওয়া যাচ্ছে। আবার জ়িল নামের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। এ ধরনের স্কার্টের সঙ্গে রেন জ্যাকেট পরে নিলে বর্ষার কেতাদুরস্ত পোশাক হতে পারে। স্কার্টের দাম শুরু ৬৯৯ টাকা থেকে। রেন স্কার্ট এবং জ্যাকেট এক সঙ্গে নিলে দাম পড়বে ১৪৭৫ টাকা।
৪। রেন পঞ্চো
পঞ্চো হল মাথা গলিয়ে পরার অসমান পোশাক। শীতে এই ধরনের পঞ্চো পরার চল আছে। চাইলে বর্ষাতেও পরতে পারেন। সঙ্গে থাকবে টুপিও। দাম শুরু ২৯৯ টাকা থেকে শুরু । অ্যামাজ়ন, ফ্লিপকার্ট-সহ বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়। অল্প দামে কেতাদুরস্ত বর্ষাতি নিঃসন্দেহে।
৫। রেন স্যুট
স্যুট বললে প্রথমেই য মনে হয়, বিষয়টি তেমন নয়। তবে এটিও জ্যাকেট এবং তার সঙ্গে মাননসই প্যান্টের সেট। যা কি না জলরোধক। জ়িল নামের ওয়েবসাইটে এই ধরনের কেতাদুরস্ত স্যুটের সম্ভার রয়েছে। তবে এ ছাড়াও রেন স্যুট পাওয়া যায় অন্যান্য অনলাইন শপিংয়ের প্ল্যাটফর্মে। শুধু খুঁজে পেতে বেছে নেওয়ার অপেক্ষা। দাম শুরু ১০০০ টাকা থেকে। তবে মান অনুযায়ী দাম বাড়বে।
৬। রেন জ্যাকেট
শীতের জ্যাকেটের মতোই রেন জ্যাকেট। এই ধরনের জ্যাকেটের ঝুল শেষ হয় হাঁটুর উপরে। চাইলে রেন প্যান্টের সঙ্গে একসঙ্গে পরা যেতে পারে। আবার খাটো ঝুলের পোশাকের উপর শুধু জ্যাকেট পরলেও বৃষ্টি আটকানো যাবে। এই ধরনের জ্যাকেট অ্যামাজ়ন-সহ বিভিন্ন অনলাইন শপিং করার জায়গায় পাওয়া যাবে। দাম শুরু ৮৫০ টাকা থেকে। তবে উপরের জ্যাকেটটি এটসিতে বিক্রি হচ্ছে ১১ হাজার টাকায়।
৭। রেন ওভারঅল
ওভারঅল বলতে যা বোঝায়, এ-ও তাই। শুধু জলরোধক কাপড় বা পলিথিন দিয়ৈ তৈরি। এই ধরনের ওভারঅল কেতাদুরস্ত তো বটেই, পরলে ঝমঝমে বৃষ্টিতে ভেজার সম্ভাবনাও প্রায় শূন্য। তবে এই ধরনের ওভার অল সচরাচর পাওয়া যায় না। সাধারণ শপিং প্ল্যাটফর্মে যেগুলি পাওয়া যায় সেগুলির প্যান্ট আর জামা আলাদা হয়। ছবিরটি গোটাটাই একটি পোশাক। এটি এটসিতে পাওয়া যাচ্ছে। দাম ১০ হাজার টাকা।
৮। রেন বাইকার্স কোট
রেন কোটে কেতাদুরস্ত হতে কিনতে পারেন রেন বাইকার্স কোট। বাইকার্স কোট যেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে এই রেন কোটের ঝুল অবশ্য কোমর পর্যন্তই। তাই এটি পরলে এর সঙ্গে রেন প্যান্ট বা স্কার্ট পরতে হবে। ছবির রেন কোটটি পাওয়া যাচ্ছে এটসিতে। দাম ১৩ হাজার টাকা। তবে একটু খুঁজলে বিদেশি ওয়েবসাইট থেকে ৪-৫হাজার টাকাতেও এমন জ্যাকেট পাওয়া যেতে পারে।
৯। রেন প্যান্ট
এটি রেন প্যান্ট, তবে ‘হাইকার্স প্যান্ট’ বলেও পরিচিত। এ ধরনের প্যান্ট বর্ষাতেও যেমন কার্যকরী, তেমনই ট্রেকিং করার জন্য বেরোলেও এমন প্যান্ট পরা যেতে পারে। উপরের প্যান্টটি বিদেশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ১২৫ ডলারে অর্থাৎ প্রায় ১০ হাজার টাকা। তবে এর কম দামি নানা বিকল্পও রয়েছে। বস্তুত বিভিন্ন ধরনের রেন প্যান্ট পাওয়া যায় ৫০০ টাকার মধ্যেই। তবে যত বেশি কেতাদুরস্ত, ততই দাম বাড়বে প্যান্টের।