ময়ের সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন থেকে ক্রিমে যেমন বদল এসেছে তেমনই বদলে গিয়েছে লিপস্টিকও। স্টিকের বদলে লিপস্টিক এখন তরল।তুলির সাহায্যে তা ঠোঁটে লাগাতে হয়। ম্যাট হোক বা গ্লসি— দিনভর খাওয়াদাওয়া করলেও এই ধরনের লিপস্টিক চট করে ঘাঁটে না, উঠেও যায় না। তাই এর কদরও বাড়ছে ক্রমশ।
তবে মুশকিল হল লিপস্টিক শেষ না হলেও, তা অনেক সময় শুকিয়ে যায়। সেটি ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। শখের লিপস্টিক এ ভাবে নষ্ট হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে সমস্যার সমাধান আছে। তার আগে অবশ্য জেনে রাখা দরকার, কেন লিপস্টিক শুকিয়ে যায় আর কী ভাবে রাখলে তা দীর্ঘ দিন ভাল থাকবে?
১। লিপস্টিকের কৌটোয় বাতাস ঢুকে গেলেই তা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
২। বার বার ব্যবহার করলে বাতাস ঢুকে যাওয়ার ঝুঁকিও বেশি থাকে।
৩। ব্যাগে রেখে চড়া রোদে ঘোরাঘুরি করলে তরল লিপস্টিক দ্রুত শুকিয়ে যেতে পারে। এমনকী গাড়িতে যেখানে রোদ আসে সেখানেও রাখা চলবে না।
৪। কোনও কোনও লিপস্টিক তরল রাখার জন্য অ্যালকোহল-সহ বিভিন্ন রাসায়নিক মেশানো হয়। উদ্বায়ী পদার্থ উবে গেলেও এটি শুকিয়ে যেতে পারে।
ব্যবহার বিধি
লিপস্টিক অন্ধকার এবং শুকনো জায়গায় রাখা দরকার।ব্যাগে নিয়ে রোদে বেশি ঘোরাঘুরি না করাই ভাল।
কী ভাবে শুকনো লিপস্টকে তরল ভাব আনা যায়?
কাঠবাদামের তেল, নারকেল তেল, অলিভ অয়েল—যে কোনও একটি লিপস্টিকের কৌটোয় কয়েক ফোঁটা ফেলে দিন। ব্রাশের সাহায্যে তা ভাল করে মিশিয়ে নিন। এতেই কাজ হবে।
অথবা ঈষদুষ্ণ জলে লিপস্টিকের কৌটো ৫ মিনিট ডুবিয়ে রাখুন। লিপস্টিকের ঢাকার অংশটি জলের বাইরে থাকবে। বাষ্পের প্রভাবে লিপস্টিকের আর্দ্র ভাব ফিরে আসবে।
লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপবাম মেখে নিতে পারেন। শুকিয়ে গেলেও সেটি পরতে খুব একটা অসুবিধা হবে না এতে।