Coconut Oil Scrub

ত্বককে উজ্জ্বল দেখাতে মৃতকোষ মুক্ত করা জরুরি, নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন স্ক্রাবার

নারকেল তেলের সঙ্গে কিছু ঘরোয়া এবং সহজলভ্য মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক মৃতকোষ মুক্ত হবে সহজেই। ঘাটতি হবে না ত্বকের আর্দ্রতারও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৬

ছবি : সংগৃহীত।

নারকেল তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু নারকেল তেল কি ত্বককে মৃত কোষ থেকেও মুক্ত করতে পারে? আয়ুর্বেদ বলছে, নারকেল তেলের সঙ্গে কিছু ঘরোয়া এবং সহজলভ্য উপাদান মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক মৃতকোষ মুক্ত হবে সহজেই। ঘাটতি হবে না ত্বকের আর্দ্রতারও। আবার বাজারচলতি স্ক্রাবে থাকা সংরক্ষণজনিত প্রক্রিয়াজাত রাসায়নিকও এড়ানো যাবে। অর্থাৎ, সব দিক থেকেই ভাল থাকবে ত্বক।

Advertisement

ছবি: সংগৃহীত।

কী ভাবে বানাবেন নারকেল তেলের স্ক্রাব?

১। আধ কাপ নারকেল তেল, ১ কাপ চিনি এবং ১০ ফোঁটা ভ্যানিলার তেল দিয়েই তৈরি করা যাবে স্ক্রাব। প্রথমে নারকেল তেল গলিয়ে নিন। তার পরে তাতে চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার ভ্যানিলা তেল দিয়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দেওয়া পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন।

২। ১ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ সৈন্ধব নুন এবং ৩-৪ ফোঁটা গোলাপের তেল দিয়ে একটি পাত্রে কাঁটা-চামচের সাহায্যে ভাল ভাবে ঘেঁটে নিলেই তৈরি স্ক্রাব। বায়ুনিরোধক পাত্রে রেখে দিন। হাত-পা-গলা-ঘাড়ে ওই স্ক্রাব ব্যবহার করতে পারেন।

৩। আধ কাপ গুঁড়োনো কফি (ইনস্ট্যান্ট কফি নয়), ১/৪ কাপ ব্রাউন সুগার এবং ১/৪ কাপ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে বায়ুনিরোধক পাত্রে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন। প্রয়োজন মতো ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন