Dewy Makeup Look

মেকআপের বাহুল্য নয়, বরং মুখে থাকবে শিশিরের আভা, বর্ষশেষের পার্টিতে তেমন রূপ খুলবে কী ভাবে?

পার্টিতে গেলে সকলেই তাকাবে আপনার দিকে। মুখে থাকবে বাড়তি আভা, চটক। কী ভাবে মেকআপ করলে মিলবে এমন রূপ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:২২
মুখে থাক চটক। কেমন ভাবে পাবেন জাহ্নবী কপূরের মতো নায়িকাসুলভ রূপ?

মুখে থাক চটক। কেমন ভাবে পাবেন জাহ্নবী কপূরের মতো নায়িকাসুলভ রূপ? ছবি: ইনস্টাগ্রাম।

মেকআপ থাকবে, কিন্তু তা বোঝা গেলে চলবে না। বরং মুখে থাকবে একটা চকচকে ভাব, শিশিরের মতো আভা। এমন রূপটানেরই চল এখন। প্রসাধনীর পুরু পরতে মুখ সাদা দেখানো, গাল লাল করা রুজ় এখন অতীত। বরং নিজস্ব ত্বকের রং, নিজস্বতা বজায় রেখে শুধু খুঁতগুলি আড়াল করে সুন্দর করে তোলার মতো রূপটানই চাইছে নতুন প্রজন্ম। আর তার অন্যতম শর্ত হল, মুখে থাকবে আলগা চটক, বাড়তি আভা।

Advertisement

শীতের পার্টি হোক বা বিয়েবাড়ির নিমন্ত্রণ, সকলেই চাইছেন ‘ডিউয়ি লুক’ বা মুখে বাড়তি চটক। নিজে নিজে মেকআপ করতে হলে, এমন চটক আনবেন কী ভাবে?

প্রস্তুতি

মেকআপ শুরুর আগে মুখ বা ত্বককে তার জন্য প্রস্তুত করতে হয়। মৃদু ফেসওয়াশ দিয়ে বা ক্লিনজ়ার দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার পরে ব্যবহার করতে হবে টোনার। টোনার ত্বকে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এর পর হালকা কোনও ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

প্রাইমার

ফাউন্ডেশন ব্যবহারের আগে প্রাইমার মাখা জরুরি। মুখের ছিদ্র, অসমান অংশ ঢেকে দিয়ে মসৃণ ভাব আনতে সাহায্য করে প্রাইমার। এর উপর ফাউন্ডেশন মাখলে ত্বকে আভা খেলে যায়। তবে বাড়তি চটক আনতে হলে, চকচকে ভাব আসে এমন প্রাইমার বেছে নিতে হবে। বিভিন্ন প্রসাধনী সংস্থা বিভিন্ন নামে এগুলি বিক্রি করে। সাধারণ প্রাইমারের চেয়ে এগুলি খানিক আলাদা, মাখলে দ্রুত ঔজ্জ্বল্য আসে ত্বকে।

কনসিলার

কারও চোখের উপর-নীচে কালচে দাগ থাকে, কারও থুতনি অথবা নাকের দু’পাশ কালো হয়। মুখে এমন অসমান বর্ণ থাকলে বা কোনও দাগ থাকলে সেই অংশটি ঢাকার জন্য কনসিলার ব্যবহার করা দরকার।

হালকা ফাউন্ডেশন

মুখে বাড়তি চটক আনতে চাইলে পুরু বা ভারী ফাউন্ডেশন নয়, বেছে নিন হালকা ফাউন্ডেশন। ব্লেন্ডার জলে ভিজিয়ে তা নিংড়ে নিয়ে, সেই ভিজে ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশন মিশিয়ে দিতে হবে ত্বকের সঙ্গে। যত ভাল ভাবে মিশবে, ততই মনে হবে, এই সৌন্দর্য বা চটক নিজস্ব। তবে বাড়তি ‘গ্লো’ বা আভার জন্য ফাউন্ডেশনের সঙ্গে লুমিনিয়াস ক্রিম অথবা এক ফোঁটা তরল হাইলাইটার মিশিয়ে নিতে পারেন।

ক্রিম ব্লাশ

পাউডারের বদলে ক্রিম-বেসড প্রসাধনী ব্যবহার করা যেতে পারে, বিশেষত শীতে। নাকের দুই পাশে গালের হাড়ের উপর ক্রিম ব্লাশ লাগান।

ক্রিম হাইলাইটার

গালে হাড়ের ওপর, নাকের ডগায় এবং কপালে লিকুইড বা তরল হাইলাইটার লাগালেও মুখ চকচকে দেখাবে। দিতে পারেন ব্রোঞ্জারও।

সেটিংস স্প্রে

মুখে বাড়তি চটক আনতে বিশেষ সেটিং স্প্রে পাওয়া যায়। পুরো মুখে তা স্প্রে করতে হবে। এতে মেকআপ যেমন দীর্ঘস্থায়ী হবে, তেমনই মুখে থাকবে বাড়তি জেল্লা।

Advertisement
আরও পড়ুন