Makeup Hacks

লক্ষ্মীপুজোর আয়োজন সেরে সাজার সময় নেই? ৫ মিনিটে মেকআপ করেও দেখতে লাগবে নায়িকাদের মতো

পুজোর আয়োজন সামলিয়ে সাজার জন্য সময় বার করা কঠিন। তবে সঠিক কায়দা জানলে কিন্তু মাত্র ৫ মিনিটের মেকআপেই সাজে আনতে পারেন নায়িকাদের ছোঁয়া। জেনে নিন ৫ মিনিটে মেকআপ করার কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১১:৫১
৫ মিনিটের মেকআপেই কী ভাবে আসবে নায়িকাদের মতো জেল্লা?

৫ মিনিটের মেকআপেই কী ভাবে আসবে নায়িকাদের মতো জেল্লা? ছবি: ইনস্টাগ্রাম।

কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীদেবীর আরাধনায় শামিল বাড়ির গিন্নি থেকে তারকা— সকলেই। সংসারের সুখ-সমৃদ্ধি আর ধনদৌলত কামনায় কমবেশি সব বাঙালি বাড়িতেই ধনদেবীর পুজোর আয়োজন করা হয়। আর উৎসব মানেই তো সাজগোজ। লক্ষ্মীপুজো উপলক্ষে বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকে,তাই সাজগোজের দিকে নজর না দিলে কিন্তু চলবে না। তবে পুজোর আয়োজন সামলিয়ে সাজার জন্য সময় বার করা কঠিন। তবে সঠিক কায়দা জানলে কিন্তু মাত্র ৫ মিনিটের মেকআপেই সাজে আনতে পারেন নায়িকাদের ছোঁয়া। জেনে নিন ৫ মিনিটে মেকআপ করার কৌশল।

Advertisement

১) ত্বক পরিষ্কার করতে ১ মিনিট

পুজোর আয়োজনের ক্লান্তি যেন চেহারায় না ধরা পড়ে। মুখের ক্লান্তি কাটানোর প্রথম শর্ত হল পরিষ্কার ঝলমলে মুখ। ভাল করে মুখ পরিষ্কার না করলে সারা দিনের তেল, ধুলো-ময়লা মুখে জমে থাকবে। তার উপর মুখে যা-ই মাখুন না কেন, ত্বকের জেল্লা ফুটবে না। সঙ্গে ত্বকে আর্দ্রতার অভাব যেন না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে। তাই ক্লিনজ়ার ব্যবহার করুন সবালর আগে।

২) বিবি ক্রিম মাখতে ১ মিনিট

ফাউন্ডেশন ব্যবহার না করে ঘরোয়া সাজের জন্য মুখে মাখতে পারেন বিবি ক্রিম। ফাউন্ডেশনের মতো ভারী না হলেও মুখের খুঁত ঢাকার কাজ ভালই করতে পারে এই ক্রিম। ত্বকের রঙের সঙ্গে ফাউন্ডেশন মেশাতে যে সময় ব্যয় করতে হয়, তার অর্ধেক সময়ও লাগে না বিবি ক্রিম মাখতে। এই ক্রিম মাখার আগে প্রাইমার ব্যবহার করে নিলে জেল্লা আরও বাড়বে।

৩) চোখের মেকআপে ১ মিনিট

এক মিনিটের মধ্যে ভুরু এঁকে, চোখে কাজল পরে নিন। চাইলে মাস্কারাও লাগাতে পারেন চোখের পাতায়। তবে তাড়াহুড়োতে চোখের উপর আইলাইনার পরতে যাবেন না। হাত কেঁপে ঘেঁটে যেতে পারে।

৪) ঠোঁট এবং গাল রাঙাতে ১ মিনিট

আলাদা করে গালে টিন্ট বা ব্লাশ মাখার প্রয়োজন নেই। লিপস্টিক পরার পর তাই দিয়েই গালের দু’পাশে আঙুল দিয়ে ভাল করে স্মাজ় করে নিন। নাকের উপরেও হালকা করে মেখে নিতে পারেন।

৫) সেটিং স্প্রে বা ফিক্সারের জন্য ১ মিনিট

সব শেষে গালের একেবারে উপরের দিকে সামান্য একটু হাইলারটার দিয়ে ফিক্সার স্প্রে করে নিন। ফিক্সার মেখে আধ মিনিট ফ্যানের তলায় থাকুন। ব্যস, দেবী লক্ষ্মীর আরাধনার জন্য আপনি একে বারে প্রস্তুত।

Advertisement
আরও পড়ুন