শীতে চুলের যত্ন নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।
শীত মানেই শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া। ত্বক ও চুলের জন্য এই মরসুম বেশ নির্মম। বাতাসে এ সময়ে আর্দ্রতা কমে যাওয়ায় মাথার ত্বক ও চুল দ্রুত জলশূন্য হয়ে পড়ে। ফলে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায়, মাথার ত্বকে চুলকানিও হতে থাকে। তা ছাড়া, চুল শুষ্ক হয়ে যায় বলেই ঘন ঘন জট পড়ার প্রবণতাও বাড়ে। জট ছাড়াতে ছাড়াতে চুলের হাল অত্যন্ত শোচনীয় হয়ে যেতে পারে। আর তাই চুলের আর্দ্রতা ধরে রাখা খুব প্রয়োজন। সে জন্য বাড়িতেই বানিয়ে নিতে পারেন কয়েকটি হেয়ারপ্যাক।
জট পড়ার প্রবণতা কমানোর জন্য উপযুক্ত ৫টি হেয়ারপ্যাক বানানোর কৌশল—
কলা ও মধু: চুলকে ঘন করতে কলা এবং চুলে আর্দ্রতা ধরে রাখার জন্য মধু বেশ কার্যকরী। তাই একটি পাকা কলা পিষে তাতে এক চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। চাইলে অল্প নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। মিহি মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন। চুল আগের থেকে অনেক বেশি নরম হবে।
নারকেল তেল ও দই: চুলের কিউটিকলে কোমলতা আনতে দই এবং চুলে আর্দ্রতা ধরে রাখার জন্য নারকেল তেল বেশ কার্যকরী। তাই ৩ চামচ দইয়ে ২ চামচ নারকেল তেল মিশিয়ে ভাল করে মাথার ত্বকে মেখে নিন। চুলের ডগা পর্যন্ত মালিশ করে আধ ঘণ্টা রেখে দিন। তার পর ঈষদুষ্ণ জলে চুল ধুয়ে নিন। জট পড়ার সমস্যা কমবে তুলনামূলক ভাবে।
শীতের সময়ে চুলের শুষ্কতা কমাতে হেয়ারপ্যাক বানিয়ে নিন। ছবি: সংগৃহীত।
অ্যালো ভেরা ও আমন্ড অয়েল: চুলে আর্দ্রতার ঘাটতি মেটাতে অ্যালো ভেরা এবং চুলে কোমল ও রেশমের ছোঁয়া আনতে কার্যকরী আমন্ড অয়েল। তাই টাটকা অ্যালো ভেরা জেল নিয়ে তাতে আমন্ড অয়েল মিশিয়ে সারা মাথায় ভাল করে মালিশ করে নিন। ৩০ মিনিট করে হালকা গরম জলে মাথা ধুয়ে নিন। এতে চুলের ডগা ফাটার সমস্যা থেকে গোড়ার শুষ্কতা, সবই কমে যেতে পারে।
ডিম ও অলিভ অয়েল: মাথার গোড়ায় প্রোটিনের পুষ্টি সরবরাহ করার জন্য ডিম ও আর্দ্রতা ধরে রাখার জন্য অলিভ অয়েল ব্যবহার করা উচিত। তাই অলিভ অয়েলের মধ্যে একটি কাঁচা ডিম ফেটিয়ে হালকা ভিজে চুলে মেখে নিন। ২০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। গরম জলে চুল ধুলে কাঁচা ডিম দলা পাকিয়ে যেতে পারে। তখন মাথা ধোয়ার কাজ আরও কঠিন হয়ে পড়বে।
মেথি ও দই: চুল মজবুত করার পাশাপাশি কোমল করে তুলতে পারে মেথি। আর দইয়ের সংযোজনে চুলের কিউটিকলগুলিও নরম হতে পারে। তাই সারা রাত ভিজিয়ে রাখা এক চা চামচ মেথি সকালে উঠে গুঁড়ো করে তাতে ২ টেবিল চামচ দই মিশিয়ে মাথায় মালিশ করে নিন। ঘণ্টাখানেক রেখে তার পর হালকা গরম জলে মাথা ধুয়ে নিন।