Recipe of Ghee Moisturiser

বাড়িতে ঘি দিয়ে বানিয়ে ফেলুন সবচেয়ে পুষ্টিকর ময়েশ্চারাইজ়ার? রইল প্রণালী

আধুনিক গবেষণাও বলছে, ঘি ত্বকের জন্য ভাল। তাতে রয়েছে ভিটামিন এ, বি১২, ভিটামিন ডি, ই, কে এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের আর্দ্র ভাব দীর্ঘ ক্ষণ ধরে রাখতে সাাহায্য করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:৩৩

ছবি : সংগৃহীত।

এক কালে যখন এখনকার মতো বোতলে ভরে ক্রিম-ময়েশ্চারাইজ়ার পাওয়া যেত না, তখন গরুর দুধ থেকে তৈরি ঘি বা নারকেল তেলের মতো প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ারে আস্থা রাখতেন অনেকেই। ঘি দিয়ে ত্বক চর্চা করার উপকারিতা আজও এক বাক্যে মানেন পুরনো দিনের মানুষেরা। এমনকি, আধুনিক গবেষণাও বলছে, ঘি ত্বকের জন্য ভাল। তাতে রয়েছে ভিটামিন এ, বি১২, ভিটামিন ডি, ই, কে এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড। যা ত্বকের আর্দ্র ভাব দীর্ঘ ক্ষণ ধরে রাখতে সাাহায্য করে। এ ছাড়া ঘি ত্বকের রং উজ্জ্বল করে, দাগ ছোপ দূরে রাখতে সাহায্য করে, ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি ত্বককে মসৃণ রাখতেও সাহায্য করে। সেই ঘি দিয়েও ময়েশ্চারাইজ়ার বানানো সম্ভব। তা-ও আবার বাড়িতেই।

Advertisement

এমনিতে রূপচর্চাকারীরা বলেন, মধুর সঙ্গে ঘি মিশিয়ে মুখে ফেসপ্যাক হিসাবে ব্যবহার করা যেতে পারে। মুখের ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে ওই ফেস প্যাক। ঘিয়ের সঙ্গে চিনি, লেবুর রস, হলুদ এবং বেকিং সোডা মিশিয়ে মুখে মাখলে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে।

উপকরণ: ২ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ ভাল মানের নারকেল তেল

১ টেবিল চামচ কাঠবাদামের তেল

কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল

প্রণালী: জল ফুটিয়ে আঁচ কমিয়ে তার মধ্যে একটি পাত্র রেখে তাতে ঘি আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে গলিয়ে নিন। মাঝে মাঝে চামচ দিয়ে নাড়াতে থাকুন। এ বার আঁচ বন্ধ করে পাত্রটি বার করে আনুন তাতে কাঠবাদামের তেল মেশান। কয়েক ফোঁটা এসেনসিয়াল অয়েল দিয়ে মিশ্রণটিকে একটি পাত্রে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে তেল জমে গেলে পাত্রটির মুখে চাপা দিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন। রাতে শোয়ার আগে নিয়মিত এই ময়েশ্চারাইজ়ার মেখে শুতে পারেন।

Advertisement
আরও পড়ুন