Skincare with Bay Leaves

৬টি পাতা দিয়ে জল ফুটিয়ে ত্বকচর্চা! রান্নার সাধারণ উপকরণেই ত্বকে ফিরবে জেল্লা! রইল ঝক্কিহীন টোটকা

বিশেষ পাতা দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ টোনার, যা ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে, অতিরিক্ত তেল দূর করতে, ত্বক টানটান করতে, মুখের ত্বকের ছিদ্র সঙ্কুচিত করতে কার্যকরী বলে দাবি করছে সমাজমাধ্যম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৯:১৮
পাতা দিয়ে টোনার বানানোর পদ্ধতি।

পাতা দিয়ে টোনার বানানোর পদ্ধতি। ছবি: এআই সহায়তায় প্রণীত।

সুগন্ধি তেল ও পলিফেনলে পরিপূর্ণ। রান্না শুরুর আগেই খাবারের গন্ধের ভিত তৈরি করে দেয়। তার উপর পুষ্টিগুণে ভরা। স্বাস্থ্যের জন্য যদি ভাল হয়, তা হলে ত্বকের জন্য কেন হবে না? সেই ভাবনা থেকেই নতুন করে রূপচর্চার জগতে সংযোজন হল হেঁশেলের এই উপকরণের। সেটি হল, তেজপাতা। এই পাতা দিয়ে তৈরি করা হচ্ছে বিশেষ টোনার, যা ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে, অতিরিক্ত তেল দূর করতে, ত্বক টানটান করতে, মুখের ত্বকের ছিদ্র সঙ্কুচিত করতে কার্যকরী বলে দাবি করছে সমাজমাধ্যম। দেখা যাক, তেজপাতায় এমন কী গুণ রয়েছে, যা ত্বকের জন্য উপকারী হতে পারে।

Advertisement
তেজপাতা দিয়ে ত্বকচর্চা।

তেজপাতা দিয়ে ত্বকচর্চা। ছবি: সংগৃহীত।

তেজপাতায় রয়েছে ইউজিনল, ১,৮-সিনোল, ট্যানিন, পলিফেনল। গবেষণাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে, এগুলিতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহনাশী বৈশিষ্ট্য। রোজ শরীরের পাশাপাশি ত্বকে যে ক্লান্তির ছাপ পড়ে, তা থেকে মুক্তি দিতে পারে তেজপাতা। এটি সামান্য জ্বালা থেকে লালচে ভাবকেও প্রশমিত করতে পারে। তেজপাতায় উপস্থিত এই সমস্ত উপকরণ ত্বকের তেলচিটে ভাব দূর করার পাশাপাশি ত্বককে ঠান্ডা করে, প্রদাহ কমায়, ফ্রি র‌্যাডিকালের মোকাবিলা করে।

কী ভাবে তেজপাতা দিয়ে টোনার বানাবেন?

রান্নার তেজপাতা বেছে নিন। তাজা বা শুকনো, দু’টিতেই কাজ হবে। ৬টি তেজপাতা ধুয়ে ছিঁড়ে ফেলুন, যাতে তা থেকে নির্যাস বার হওয়ার সুযোগ তৈরি হয়। ২৫০-৩০০ মিলিলিটার জল অল্প আঁচে ফুটিয়ে নিন। তার পর তাতে তেজপাতা যোগ করুন এবং ঢেকে রাখুন। ২ মিনিট ফুটিয়ে নিন। তার পর আঁচ বন্ধ করে দিন। ১০ মিনিট ভিজিয়ে রাখুন, যাতে জলের মধ্যে পাতার সমস্ত গুণ প্রবেশ করতে পারে। ঠান্ডা হওয়ার পর একটি কাচের বোতলে জলটুকু ছেঁকে ঢেলে নিন। পরিষ্কার ত্বকে তুলোর প্যাড দিয়ে টোনারটি লাগিয়ে নিন। ১০ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এর পর আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

Advertisement
আরও পড়ুন