Coffee Facepack for Glow

হঠাৎ করে বন্ধুর বাড়িতে পার্টির আমন্ত্রণ? দিনভর কাজের পর ক্লান্তির ছাপ মুছতে কফি দিয়েই বানান মুখের প্যাক

শেষ মুহূর্তে পার্টির আমন্ত্রণ। সালোঁয় যাওয়ার সময় নেই? অফিস শেষে বাড়িতে ফিরে মেখে নিন কফির ফেসপ্যাক। ১৫ মিনিটেই মুখ থেকে উধাও হবে ক্লান্তির ছাপ। ত্বক দেখাবে সতেজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২০:৩৭
প্যাকের গুণেই ত্বক তরতাজা হয়ে উঠবে নিমেষে।

প্যাকের গুণেই ত্বক তরতাজা হয়ে উঠবে নিমেষে। ছবি: সংগৃহীত।

একেবারে শেষ মুহূর্তে বন্ধুর বাড়ি পার্টির প্ল্যান। এদিকে দীর্ঘ দিন ধরে ফেসিয়াল করা হয়নি, দিনভর অফিস করে মুখেও ক্লান্তির ছাপ লেগে রয়েছে। চটজলদি সেজে নিতে হবে। তার আগে মুখের জেল্লা ফেরাবেন কেমন করে?

Advertisement

মুখের জেল্লা ধরে রাখতে হলে ধারাবাহিক রূপচর্চার প্রয়োজন। তবে কখনও কখনও এমন পরিস্থিতি আসে যখন সালোঁয় যাওয়ার মতো আর সময় থাকে না। অথচ সারা দিনের কাজের চাপ, ক্লান্তির ছাপ লেগে থাকে চোখে-মুখে। এই অবস্থায় তরতাজা দেখাতে বেছে নিন ঘরোয়া প্যাক।

কফি, বেসন এবং দুধ। মাত্র তিন উপকরণেই কাজ হবে। তিন উপকরণ সম পরিমাণ মিশিয়ে নিন। তবে প্যাক ব্যবহার করতে হবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়ার পরে। মিশ্রণটি মুখে মাখার সময়ই মিনিট ২ মাসাজ় করে নিন। তার পরে আরও ১০ মিনিট মুখে রাখুন। চোখের চারপাশ বাদ দিয়ে তা মাখতে হবে। চোখ যাতে আরাম পায় সে জন্য আলু বা শসা চাকা করে কেটে চোখে দিয়ে মিনিট ১৫ বিশ্রাম নিন। তার পরে প্যাক ধুয়ে ফেলুন।

একবার ব্যবহারে কিছুটা হলেও জেল্লা ফিরে আসবে, উধাও হবে মুখের ক্লান্তি ভাব। মুখে তরতাজা ভাব আনতে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন।

Advertisement
আরও পড়ুন