Hair Care Tips

রং করার পর চুল রুক্ষ দেখাচ্ছে? বাড়িতে সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিন হেয়ার মাস্ক

সাধারণত, রঙে থাকা রাসায়নিকের কম-বেশি প্রভাব পড়ে চুলে। তার উপর বৈদ্যুতিক যন্ত্রের প্রয়োগে কেশসজ্জা করলে, চুল আরও রুক্ষ হতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২০:৩৯
কম খরচে বাড়িতে কী ভাবে বানাবেন হেয়ার মাস্ক?

কম খরচে বাড়িতে কী ভাবে বানাবেন হেয়ার মাস্ক? ছবি: এআই।

শখ করে চুল রং করিয়েছেন। আর তার পর থেকেই চুল ক্রমশ রুক্ষ হয়ে যাচ্ছে? কেশসজ্জা শিল্পীরা বলছেন, রং করা কেশরাশির যত্নআত্তি করতে হয় বেশি করে। কেবল শ্যাম্পু নয়, ব্যবহার করতে হবে হেয়ার মাস্কও।

Advertisement

সাধারণত, রঙে থাকা রাসায়নিকের কম-বেশি প্রভাব পড়ে চুলে। তার উপর বৈদ্যুতিক যন্ত্রের প্রয়োগে কেশসজ্জা করলে, চুল আরও রুক্ষ হতে শুরু করে।

চুলে হেনা ব্যবহার করার পর বা রং করার পর চুল রুক্ষ হয়ে গেলে ব্যবহার করতে পারেন ঘরোয়া হেয়ার মাস্ক। সমস্যা দূর করার জন্য বাড়িতে কী ভাবে মাস্ক বানাবেন তা বলে দিলেন রূপচর্চা সহায়ক ও রূপটানশিল্পী কেয়া শেঠ। বাড়িতেই চুলের স্পা করে নিতে পারেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। কেয়া বলেন, ‘‘প্রথমে মেথি সারা রাত ভিজিয়ে সকালে একটি পেস্ট বানিয়ে নিন। একটি পাত্রে ২ চামচ মেথির মিশ্রণ, ২ চামচ মুলেঠি গুঁড়ো, ২ চামচ হেনা, পরিমাণ মতো দই আর একটি কলা চটকে নিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। তার পর সেই প্যাক সারা চুলে মেখে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললেই চুলে আসবে স্পায়ের মতো জেল্লা। খরচও কম হবে।’’

Advertisement
আরও পড়ুন