জুঁইয়ের তেল বানিয়ে নিন বাড়িতেই। ছবি: সংগৃহীত।
প্রাকৃতিক উপকরণ দিয়ে কেশচর্চার রেওয়াজ মোটেই নতুন নয়। চুলের যত্নে যেমন আমলকি, শিকাকাইয়ের ব্যবহার হয়ে এসেছে, তেমনই তালিকায় রয়েছে জবার মতো নানা রকম ফুলও।
কেশচর্চা শিল্পীরা বলেন, জুঁই ফুলও চুলের জন্য উপকারী। ফুলের নিজস্ব গন্ধ শরীর-মনে তরতাজা ভাব আনে। চুলকে মসৃণ এবং সুন্দর করতে, গোড়া শক্ত করতে জুঁই ফুলের তেলের ব্যবহার হয়। এতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। খুশকি দূর করতে সাহায্য করে। সংক্রমণ ঠেকায়। টোটকা হলেও, জুঁইয়ের উপকারিতার জন্যই বাজারে এমন তেলের রমরমা।
বিভিন্ন সংস্থা কেশচর্চার জন্য জুঁইয়ের তেল বিক্রি করে। তবে সেগুলি কতটা খাঁটি, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। বাড়িতে জুঁই এসেনশিয়াল অয়েল নারকেল তেলে মিশিয়ে মাখা যায় বটে, তবে হাতের কাছে ফুলের জোগান থাকলে কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন।
জুঁই তেল তৈরির প্রক্রিয়া
· একমুঠো জুঁই ফুল ধুয়ে জল ঝরিয়ে নিন
· একটি কাচের শিশিতে হোহাবা অয়েল, নারকেল তেল অথবা কাঠবাদামের তেল নিয়ে ফুলগুলি ভরে দিন। তেলের পরিমাণ বেশি নিতে হবে। ফুলগুলি যেন তেলে ডুবে থাকে, খেয়াল রাখা দরকার।
· কাচের শিশির ঢাকনা আটকে অন্ধকার এবং শুকনো জায়গায় তা রেখে দিতে হবে।
· ধীরে ধীরে ফুলের নির্যাস তেলে মিশবে।
· ৭-১০ দিন পরে তা ব্যবহার করুন। সপ্তাহ তিন দিন পরিষ্কার মাথায় তেল মালিশ করে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।