Face Primer

দোকান থেকে কেনা প্রাইমার মাখলেই ত্বকে অ্যালার্জি হয়, বাড়িতেই বানিয়ে নিন

দোকানে নানা ধরনের প্রাইমার পাওয়া যায়। কোনওটি মুখে ঔজ্জ্বল্য বাড়ায়, কোনওটি মুখের রোমছিদ্র সঙ্কুচিত করে। স্পর্শকাতর ত্বক হলে কেনা প্রাইমারে ত্বকে অ্যালার্জিও হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ১৯:০৭
বাড়িতে প্রাইমার বানাবেন কী ভাবে? শিখে নিন পদ্ধতি।

বাড়িতে প্রাইমার বানাবেন কী ভাবে? শিখে নিন পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

ফাউন্ডেশন লাগানোর আগে মুখে প্রাইমার লাগানো ভীষণ জরুরি। প্রাইমার মেকআপকে দীর্ঘস্থায়ী করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে। মুখের খুঁত ঢাকতে প্রাইমার লাগাতেই হয়। দোকানে নানা ধরনের প্রাইমার পাওয়া যায়। ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হয়। অনেকের আবার প্রাইমার মাখলে ত্বকে অ্যালার্জি হয়। সে ক্ষেত্রে বাড়িতে বানিয়ে নেওয়া ভাল।

Advertisement

ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট সব কিছু ধাপে ধাপে ব্যবহার করলেও অনেকেই মেকআপ করার সময়ে প্রাইমার বাদ দিয়ে দেন। এতেই সমস্যা বাড়ে। চেহারায় ফুরফুরে ভাব আনতে প্রাইমার কাজে আসে। খুব সাজতে ইচ্ছা না করলে প্রাইমারের উপর ফাউন্ডেশন আর সেটিং পাউডার দিয়েও সম্পূর্ণ করতে পারেন সাজ।

বাড়িতে প্রাইমার বানাবেন কী ভাবে?

একটি পাত্রে তিন চামচ জল, এক বড় চামচ অ্যালো ভেরা জেল ও দু’ফোটা আমন্ড অয়েল নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণটি কাচের পাত্রে ভরে রাখুন। ফাউন্ডেশন ব্যবহার করার আগে এই মিশ্রণটি অবশ্যই ব্যবহার করুন।

এক চা চামচ কেওলিন ক্লে, এক চা চামচ অ্যারারুট পাউডার আর চার চা চামচ অ্যালো ভেরা জেল ভাল করে মিশিয়ে নিন। মুখে ময়শ্চারাইজর লাগিয়ে নিয়ে একটি ব্রাশ দিয়ে সারা মুখে এই প্রাইমারটি ব্যবহার করুন।

এই প্রাইমারগুলি মুখে লাগনোর আগে হাতে লাগিয়ে পরীক্ষা করে নিতে ভুলবেন না যেন!

Advertisement
আরও পড়ুন