Hair Care Tips

চুল পড়া থেকে খুশকির সমস্যা গায়েব হবে শিকাকাই তেলেই! বাড়িতে বানিয়ে ফেলুন ৫ মিনিটেই

অনেক সময়েই দেখা যায় নামী ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হচ্ছে না। এই সমস্যার সহজ সমাধান হতে পারে শিকাকাইয়ের তেল। প্রাচীন কাল থেকে চুলের বিভিন্ন প্রসাধনী তৈরিতে শিকাকাই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু শিকাকাই দিয়ে তেল তৈরি করবেন কী ভাবে, তা জানা নেই তো? রইল সেই পদ্ধতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৯:৩১
বাড়িতেই বানিয়ে ফেলুন শিকাকাই তেল।

বাড়িতেই বানিয়ে ফেলুন শিকাকাই তেল। ছবি: সংগৃহীত।

চুল পড়ার সমস্যা যেন দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে মাথার সামনের দিকে চুল ঝরছে সবচেয়ে বেশি। আঁচড়াতে গেলেই বোঝা যাচ্ছে মাথার সামনের দিকে বেশ বড়সড়ই একটা টাক পড়ছে। মহিলা হোন বা পুরুষ, চুল পড়ার সমস্যা নিয়ে জেরবার সকলেই। চুল পড়ার কারণে অনেকেরই রাতের ঘুম উড়ে যায়। অনেক সময়েই দেখা যায় নামী ব্র্যান্ডের তেল বা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হচ্ছে না। এই সমস্যার সহজ সমাধান হতে পারে শিকাকাইয়ের তেল। প্রাচীন কাল থেকে চুলের বিভিন্ন প্রসাধনী তৈরিতে শিকাকাই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু শিকাকাই দিয়ে তেল তৈরি করবেন কী ভাবে, তা জানা নেই তো? রইল সেই পদ্ধতি।

Advertisement

১) খাঁটি নারকেল তেলের মধ্যে শিকাকাই ফুটিয়ে নিন।

২) এ বার সারা রাত ওই অবস্থায় চাপা দিয়ে রেখে দিন।

৩) পরের দিন সকালে ছেঁকে, কাচের শিশিতে ভরে রাখুন।

৪) শ্যাম্পু করার আধ ঘণ্টা আগে পরিমাণ মতো তেল নিয়ে মাথার ত্বক এবং চুলে মেখে রাখুন। মাথার ত্বক শুষ্ক হলে সারা রাত তেল রেখেও দিতে পারেন।

৫) তার পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৬) সপ্তাহে অন্তত এক বার ব্যবহার করুন শিকাকাইয়ের তেল।

Advertisement
আরও পড়ুন