Winter Care Tips

DIY Skin Care: শীতে ত্বক শুকিয়ে যাচ্ছে? মেনে চলুন কয়েকটি নিয়ম

ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পেতে শীতে কী ভাবে নেবেন ত্বকের যত্ন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২১ ২১:৪২
ত্বককে কোমল ও মসৃণ রাখতে ব্যবহার করুন নারকেল তেল, মধু, আর অলিভ অয়েল।

ত্বককে কোমল ও মসৃণ রাখতে ব্যবহার করুন নারকেল তেল, মধু, আর অলিভ অয়েল। ছবি: সংগৃহীত

জাঁকিয়ে শীত না পড়লেও এরই মধ্যে ত্বকে টান ধরতে শুরু করেছে। ত্বক শুষ্ক হয়ে পড়ছে। তবে শীতের এই শুষ্কতা কাটিয়ে ওঠার কয়েকটি উপায় আছে। যে কোনও বয়সেই এ ভাবে ত্বকের যত্ন নেওয়া যায়।

এই উপায়গুলি কী কী? রইল তালিকা।

Advertisement
শীতে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার।

শীতে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। ছবি: সংগৃহীত

১) বাজার চলতি ময়েশ্চারাইজারের তুলনায় ত্বককে কোমল ও মসৃণ রাখতে ব্যবহার করুন নারকেল তেল, মধু, আর অলিভ অয়েল।

২) ম্যাট লিপস্টিক বা ম্যাট ব্লাশ অন ত্বককে আরও শুষ্ক করে দেয়। শীতের সময় এগুলি ব্যবহারে বিরত থাকুন।

৩) ঠোঁটকে আর্দ্র রাখে এমন লিপ বাম ব্যবহার করুন।

৪) ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে সবচেয়ে কার্যকরী হল অ্যালোভেরা জেল। শীতে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার।

৫) শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন গ্লিসারিন। গ্লিসারিনে অল্প জল মিশিয়ে মাঝেই মাঝেই মেখে নিতে পারেন। এতে ত্বকের শুষ্ক ভাব কমবে।

Advertisement
আরও পড়ুন