Eggs for Hair Growth

চুলের যত্ন নেবে ডিম, তবে ধরন বুঝে মাখতে হবে বিশেষ উপায়ে, রইল কিছু ঘরোয়া প্যাকের হদিস

চুলের যত্নে ডিমের উপকারিতা সকলেরই জানা। ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। রুক্ষ চুল নরম ও ঘন করতে দুটোই দারুণ উপকারী। জেনে নিন ডিমের কিছু ঘরোয়া প্যাক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৪:১৪
How to use egg to reduce hair fall and add Volume

কোন চুলের জন্য কেমন প্যাক ভাল, কী ভাবে মাখলে উপকার হবে? ছবি: এআই।

চুলের যত্নে ডিমের উপকারিতা সকলেরই জানা। নির্জীব চুল রেশমের মতো নরম ও জেল্লাদার করে তুলতে কিংবা চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতেও জুড়ি মেলা ভার ডিমের। মরসুম যাই হোক, চুল ঝরা হল সাধারণ সমস্যা। চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে, তা নিয়ে হতাশার শেষ নেই। চুল পড়া ,মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুল— সবের সমাধানেই রয়েছে ডিম। পাতলা চুলের ঘনত্ব বৃদ্ধি করতে ডিমের সাদা অংশ ও কুসুম দু'টিই ভাল। তবে ডিম ফাটিয়ে তা মেখে নিলেই যে চুল ভাল হবে, তা নয়। চুলের ধরন বুঝে বানিয়ে নিতে হবে ডিমের প্যাক। রইল কিছু ঘরোয়া প্যাকের হদিস।

Advertisement

চুলের জন্য কেন ভাল ডিম?

ডিমের মধ্যে থাকা প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। ডিমে প্রোটিন ছাড়াও থাকে বায়োটিন, ভিটামিন এ, ডি, ই ও স্বাস্থ্যকর ফ্যাট, যা চুলের গোড়া মজবুত করে এবং অকালপক্বতা রোধ করতে পারে। ডিমে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। কেরাটিন ট্রিটমেন্ট করাতে চাইলে গাঁটের কড়ি খসিয়ে সালোঁয় ছোটার দরকার নেই। ডিমের প্যাক দিয়েই হবে কেরাটিন ট্রিটমেন্ট।

ডিম কী ভাবে মাথায় মাখবেন?

চুলের দৈর্ঘ্য অনুযায়ী ডিমের সংখ্যা নির্বাচন করতে হবে। মাঝারি চুলে দু'টি ডিম লাগবে। তৈলাক্ত চুলের জন্য ডিমের সাদা অংশ ভাল। তবে চুল যদি রুক্ষ হয়, তা হলে কিন্তু বেশি কাজ দেবে ডিমের কুসুমই। তবে চুল যদি অতি রুক্ষ বা তৈলাক্ত কোনওটাই না হয়, সে ক্ষেত্রে পুরো ডিম ব্যবহার করতে হবে। চুলের প্রকৃতি অনুযায়ী বানাতে হবে ডিমের প্যাক।

ডিমের ময়েশ্চারাইজ়িং মাস্ক

চুল খুব রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে, ডগা ফাটার সমস্যা দেখা দিলে এই মাস্ক কাজে আসবে। দু'টি ডিম (সাদা অংশ ও কুসুম একই সঙ্গে) ফাটিয়ে তার সঙ্গে এক চা-চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে মাখতে হবে এই মাস্ক। ২০ মিনিট থেকে হালকা ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

রেশমের মতো চুল

চুল নরম ও সিল্কি করতে এক কাপ দইয়ের সঙ্গে একটি ডিমের কুসুম মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এই প্যাক চুলে লাগিয়ে ২০ মিনিট রাখুন। ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। চুল থেকে আঁশটে গন্ধ বেরোলে হালকা শ্যাম্পু করে নিন।

চুলের ঘনত্ব বৃদ্ধিতে

চুল যদি খুব পাতলা হয়ে যায় বা চুল পড়ার সমস্যা বাড়ে, তা হলে এই প্যাক কার্যকরী হবে। একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাক ভাল করে চুলে ও মাথার ত্বকে মালিশ করে ২০-৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিতে হবে।

চুল ঝরে টাক পড়ছে?

মুঠো মুঠো চুল উঠে টাক পড়ার লক্ষণ দেখা দিলে ডিমের এই প্যাক রোজ মাখতে হবে। একটি ডিমের কুসুমের সঙ্গে এক চামচ মধু, এক চামচ দই, আধ চামচ নারকেল তেল বা আমন্ড তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। দু’ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চুল পড়ার সমস্যা দূর হবে।

Advertisement
আরও পড়ুন