Fitkari Benefits for Hair

মাথার ত্বকে ঘষলে উপকার মিলবে না, চুল ঝরা বন্ধ করতে ফটকিরি ঠিক কী কী ভাবে ব্যবহার করবেন?

চুল যেন দিন দিন জীর্ণ হয়ে পড়ছে। নানা রকমের শ্যাম্পু, তেল, ট্রিটমেন্ট, মাস্ক প্রয়োগ করেও কাজের কাজ হচ্ছে না। তা হলে কি পুরনো দিনের টোটকায় ফিরে গেলে উপকার মিলতে পারে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৩:৪৩
চুলে ফটকিরি ব্যবহারের কৌশল।

চুলে ফটকিরি ব্যবহারের কৌশল। ছবি: সংগৃহীত।

মাথায় হাত দিলেই গোছা গোছা চুল উঠছে। পরিবেশ দূষণ, জলদূষণ, জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ, সব মিলিয়ে চুল যেন দিন দিন জীর্ণ হয়ে পড়ছে। নানা রকমের শ্যাম্পু, তেল, ট্রিটমেন্ট, মাস্ক প্রয়োগ করেও কাজের কাজ হচ্ছে না। তা হলে কি পুরনো দিনে ফিরে গেলে উপকার মিলতে পারে? ভারতীয় গৃহস্থালির কাজে বহু কাল ধরে ব্যবহৃত খনিজ মুশকিল আসান হতে পারে এ ক্ষেত্রে।

Advertisement

ফটকিরি। প্রদাহনাশক, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম সালফেটে ভরপুর এবং অ্যাস্ট্রিনজেন্ট জাতীয় এই উপাদান মূলত জল পরিশ্রুত করার কাজে ব্যবহৃত হত। কিন্তু একই সঙ্গে একাধিক রোগমুক্তিতে, রূপচর্চায় সমান ভাবে গ্রহণযোগ্য। অনেকে হয়তো ফটকিরি ব্যবহার করার কথা ভুলেই গিয়েছেন। তাই এ বার চুল ঝরার সমস্যা থেকে মুক্তি পেতে ফটকিরিতে ভরসা রাখতে পারেন।

চুলের জন্য ফটকিরি কেন ভাল?

দাড়ি কামানোর পর গালে ফটকিরি ঘষার চল ছিল। নতুন প্রজন্ম তাঁদের ঠাকুরদা অথবা বাবাকে দেখেছেন ফটকিরি ব্যবহার করতে। এতে ঘা বা সংক্রমণ হওয়ার ঝুঁকি কমে যেত। সেই ফটকিরি ঠিক যে ভাবে ত্বকের জন্য উপকারী, সে ভাবেই মাথার ত্বকের জন্য এই খনিজ বেশ কার্যকরী। খুশকি থেকে শুরু করে চুলকানি ও চুল পড়ে যাওয়ার সমস্যা মোকাবিলা করতে পারে। রাতারাতি ফল পাওয়ার আশা করলে ভুল হবে। সঠিক উপায়ে প্রয়োগ করলে ধীরে ধীরে মাথার ত্বকের স্বাস্থ্য ভাল হবে। ফলে চুলের গোড়া পরিষ্কার করবে, মাথার ত্বকে ব্রণ বা সংক্রমণ হওয়া রোধ করবে, অতিরিক্ত তেল উৎপাদন বন্ধ করবে।

তবে সরাসরি মাথায় ঘষা উচিত নয় ফটকিরি। তাতে মাথার ত্বকে জ্বালা হতে পারে আর শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কী ভাবে ব্যবহার করবেন?

তিন উপায়ে চুলে ফটকিরি ব্যবহার করা যায়।

ফটকিরির জল

· ছোট এক ছোট টুকরো ফটকিরি অথবা এক চা চামচ ফটকিরির গুঁড়ো নিন।

· এক কাপ গরম জলে মিশিয়ে নিন যত ক্ষণ না গলে যায়।

· শ্যাম্পুর পর ফটকিরি মেশানো ওই জল মাথার ত্বকে ঢেলে দিন। ৫-১০ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বার বা দু’বার এই পদ্ধতিতে ব্যবহার করুন।

অনেকে হয়তো ফটকিরি ব্যবহার করার কথা ভুলেই গিয়েছেন।

অনেকে হয়তো ফটকিরি ব্যবহার করার কথা ভুলেই গিয়েছেন। ছবি: সংগৃহীত।

ফটকিরি ও গোলাপজল

· জলের মধ্যে ১ চা চামচ ফটকিরি গুঁড়ো মেশান।

· তাতে ৩-৪ টেবিলচামচ গোলাপজল যোগ করুন।

· স্প্রে বোতলে ঢেলে মাথার ত্বকে স্প্রে করুন। আলতো মাসাজ করে ভাল করে মিশতে দিন ত্বকের সঙ্গে। ধুয়ে ফেলতে পারেন অথবা রেখেও দিতে পারেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

ফটকিরি ও নারকেল তেলের মিশ্রণ

· ১ চা চামচ ফটকিরি গুঁড়োর সঙ্গে ২ টেবিল চামচ উষ্ণ নারকেল তেল মিশিয়ে নিন।

· মাথার ত্বকে মাসাজ করে ৩০-৪৫ মিনিট অপেক্ষা করুন।

· তার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে এক বার এ ভাবে ব্যবহার করতে পারেন।

Advertisement
আরও পড়ুন