Ghee for Skin

ঘিয়ের এক প্রলেপেই ত্বকে ফিরবে জেল্লা! পুরনো হলেও ক্ষতি নেই, কী ভাবে ব্যবহার করবেন জানুন

মুখের ভিতরের ঘা সারানো থেকে শুরু করে রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় পুরনো ঘি। এই শীতে আবহাওয়ার রুক্ষ ও কর্কশ প্রভাব থেকে রক্ষা পেতে ঘি দিয়ে ত্বকচর্চা করে দেখুন।

Advertisement
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩
ঘি দিয়ে ত্বকচর্চা।

ঘি দিয়ে ত্বকচর্চা। ছবি: সংগৃহীত।

শীত মানেই শুষ্ক, রুক্ষ, ছাল-ওঠা ত্বক। হেঁশেলের নানা উপকরণ দিয়ে ফেসমাস্ক বানিয়ে ত্বকচর্চা করেন অনেকে। সাধারণত সেই তালিকায় স্থান পায় না ঘি। অথচ বাড়ির পুরনো ঘি যে কত কাজে লাগতে পারে, তা অনেকেই জানেন না। মুখের ভিতরের ঘা সারানো থেকে শুরু করে রান্নার উপকরণ হিসেবে ব্যবহার করা হয় পুরনো ঘি। এই শীতে আবহাওয়ার রুক্ষ ও কর্কশ প্রভাব থেকে রক্ষা পেতে ঘি দিয়ে ত্বকচর্চা করে দেখুন।

Advertisement

শীতের সময়ে ঘি দিয়ে ত্বকচর্চা কেন?

শুদ্ধ ঘিতে রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে। এই সমস্ত পুষ্টি উপাদান ত্বকের জন্য প্রয়োজনীয়। শীতের রুক্ষ মরসুম, কম আর্দ্রতা, উষ্ণ জলে স্নান করা, রুম হিটার ইত্যাদির অতি ব্যবহারের ফলে ত্বক দ্রুত ম্লান এবং নিস্তেজ হয়ে পড়ে। সেই সময়ে দোকানের কেনা ময়েশ্চারাইজ়ারের চেয়ে দ্রুত কাজ করে ঘি। ত্বকের উপরের আস্তরণ ভেদ করে ভিতর থেকে ত্বকের শুষ্কতা কমায়।

শীতের শুষ্কতার সঙ্গে মোকাবিলা করতে ঘি মাখতে হবে।

শীতের শুষ্কতার সঙ্গে মোকাবিলা করতে ঘি মাখতে হবে। ছবি: সংগৃহীত।

কী কী ভাবে ঘি ব্যবহার করা যায়?

রোজের ত্বকচর্চার জন্য প্রয়োজনীয় একাধিক প্রসাধনীকে টেক্কা দিতে পারে ঘি। দেখে নিন কোন কোন ক্ষেত্রে কী ভাবে ব্যবহার করা যায়।

রাতের ময়েশ্চারাইজ়ার: রাতে ঘি মেখে শোয়ার ধাপ সবচেয়ে সহজ। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে অল্প গোলাপজল মেখে নিন। আঙুলে ঘি তুলে নিন। ভাল করে হাতের মধ্যে ঘষে নিয়ে তা উষ্ণ করে নিন। তার পর একে একে ঠোঁট, চোখের তলা, কনুইয়ের মতো মুখ ও দেহের অতি শুষ্ক অংশে মেখে নিন। জল দিয়ে না তুলে ঘুমিয়ে পডুন। সকালে উঠে দেখবেন, ত্বক ভীষণ কোমল হয়ে গিয়েছে। সপ্তাহে ২-৩ বার এ ভাবে ত্বকচর্চা করুন।

ঠোঁটের ক্রিম: ঘুমোতে যাওয়ার আগে খানিক ঘি ঠোঁটে বামের মতো মেখে নিন। সারারাত এ ভাবেই রেখে দিন। সকালে উঠে ওষ্ঠাধর অত্যন্ত নরম মনে হবে।

গা মালিশের উপকরণ: সপ্তাহে ২ বার তেলের বদলে ঘি দিয়ে শীতের সময়ে গা মালিশ করতে পারেন। ২০ মিনিট মতো রেখে দিয়ে তার পর স্নান করে নিতে পারেন। এর ফলে ত্বকে রক্তচলাচল ভাল হবে, ত্বকের বর্ণ সমান হবে, ত্বক কোমল হবে।

ফেসপ্যাক: আধ চামচ ঘিয়ে এক চিমটে হলুদ মিশিয়ে গায়ে ও মুখে মেখে নিন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই দুয়ের যুগলবন্দি ত্বকের নিস্তেজ ভাব ও ক্লান্তি দূর করতে পারে মুহূর্তে।

হাত-পা-গোড়ালির লোশন: শীতের শুষ্ক আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কনুই, গোড়ালি, ঠোঁট ইত্যাদি। সে সব ক্ষেত্রে ঘি দিয়ে মালিশ করা প্রয়োজন। দরকারে অল্প নারকেল তেলও মিশিয়ে মাখতে পারেন।

চোখের তলার কালি দূর করার ক্রিম: আন্ডার-আই ক্রিমের জমানাতেও ঘরোয়া টোটকার কদর কমেনি। কারণ সঠিক ভাবে কাজ করতে এগুলিই বেশি কার্যকর। তাই ঘি ব্যবহার করে চোখের তলার ক্লান্তি দূর করতে পারেন। রাতে শোয়ার আগে চোখের তলায় মেখে শুতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সেই কালো ছোপ মিলিয়ে দিতে সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন