Skincare Tips

দামি প্রসাধনী মেখেও ত্বকের জেল্লা ফিরছে না? মাত্র ৫ টাকায় হেঁশেলের উপকরণ দিয়েই হবে কাজ

পুজোর ক’দিন রোজ ভারী মেকআপ করে ত্বকের অবস্থা বেহাল। ফেশিয়াল বা ক্লিনআপ না করালেই নয়। ত্বক ভাল রাখতে আপনি হাজারও প্রসাধনী ব্যবহার করেছেন, অথচ লাভের লাভ কিছুই হচ্ছে না! সমাধান কোন পথে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৬:৪৪
ত্বকের হারানো জেল্লা ফেরাতে ভরসা রাখুন হেঁশেলের উপকরণেই।

ত্বকের হারানো জেল্লা ফেরাতে ভরসা রাখুন হেঁশেলের উপকরণেই। ছবি: শাটারস্টক।

কাজের চাপে সালোঁয় যাওয়ার সময় পাচ্ছেন না? অথচ পুজোর ক’দিন রোজ ভারী মেকআপ করে ত্বকের অবস্থা বেহাল। ফেশিয়াল বা ক্লিনআপ না করালেই নয়। ত্বক ভাল রাখতে আপনি হাজারও প্রসাধনী ব্যবহার করেছেন, অথচ লাভের লাভ কিছুই হচ্ছে না! সমাধান আপনার হাতের কাছেই রয়েছে। ত্বকের নানা সমস্যায় ভরসা রাখতে পারেন কাঁচা দুধে।

Advertisement

ত্বক পরিচর্যায় কাঁচা দুধ:

১) ক্লিনজার হিসাবে কাঁচা দুধ ব্যবহার করা যেতে পারে। দুধে ভরপুর মাত্রায় ভিটামিন থাকে, যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। গরমে রোদে পুড়ে ত্বক নিস্তেজ দেখায়। এ ক্ষেত্রে কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে লাগিয়ে নিতে পারেন।

২) কাঁচা দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে। এটি ত্বকের গভীরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে। শুষ্ক ত্বকের জন্য কাঁচা দুধ কিন্তু ভীষণ উপকারী।

৩) দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায়। ব্রণ, ফুসকুড়ির সমস্যায় যাঁরা প্রায়ই নাজেহাল হন, তাঁরাও ত্বকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন।

৪) কাঁচা দুধ মাখলে ত্বকে কোলাজেন উৎপাদনের হার বেড়ে যায়। ফলে নতুন কোষ গঠন হয়। তাই কাঁচা দুধ ত্বকে বয়েসের ছাপ ঠেকিয়ে রাখতেও সাহায্য করে। দুধে উপস্থিত ভিটামিন ডি ত্বককে মসৃণ ও টানটান রাখে।

৫) কাঁচা দুধে বিটা হাইড্রক্সি অ্যাসিড থাকে। এই উপাদানটি ত্বকের মৃতকোষগুলি দূর করতে সাহায্য করে।

ত্বক পরিচর্যায় কী ভাবে ব্যবহার করবেন কাঁচা দুধ?

১) ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে কাঁচা দুধ, বেসন, মধু আর এক চিমটে হলুদ মিশিয়ে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। মিনিট ১৫ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

২) ত্বকে বলিরেখা দেখা দিচ্ছে? টক দই ও কাঁচা দুধ দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সারা মুখে ভাল করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন।

Advertisement
আরও পড়ুন