Priyanka Chopra

Priyanka Chopra: দু’লক্ষের পোশাক পরে নারী দিবসের ভাষণ, ফের আলোচনায় প্রিয়ঙ্কা চোপড়া

বরাবরই প্রিয়ঙ্কার সাজ-পোশাকে মোহিত হন দেশ-বিদেশের অসংখ্য মানুষ। এ বারও তেমনই ঘটল।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১৪:৫৯
প্রিয়ঙ্কার পরিহিত পোশাকটির বাজারদর দুই লক্ষ টাকারও বেশি

প্রিয়ঙ্কার পরিহিত পোশাকটির বাজারদর দুই লক্ষ টাকারও বেশি ছবি: সংগৃহীত


হলিউড ও বলিউড মিলিয়ে কম নয় প্রিয়ঙ্কা চোপড়ার ভক্তের সংখ্যা। বরাবরই তাঁর সাজ-পোশাকে মোহিত হন দেশ-বিদেশের অসংখ্য মানুষ। সেই ধারা বজায় রেখে ফের এক বার ভক্তকুলের মন জিতে নিলেন এই অভিনেত্রী।

Advertisement

আন্তর্জাতিক নারী দিবস সংক্রান্ত একটি আলোচনা সভায় প্রিয়ঙ্কা নজর কাড়লেন দুধ সাদা পোশাকে। প্রিয়ঙ্কার পরিহিত পোশাকটির বাজারদর দুই লক্ষ টাকারও বেশি। ইংরেজির ইউ অক্ষরের মতো গলা ও ছোট হাতার পোশাকটি তৈরি করেছে মাইসন আলাইয়া নামক একটি সংস্থা। এই সংস্থাটি মূলত এমন এক ধরনের পোশাক তৈরি করে যা তাক থেকে নামিয়ে সরাসরি পরে ফেলা যায়। সাদা পোশাকের সঙ্গেই প্রিয়ঙ্কার কানে ছিল সোনালি রঙের লম্বা কানের দুল। চুলের রঙেও ছিল অল্প সোনালি আভা।

সারোগেসির মাধ্যমে সদ্য প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের পরিবারে এসেছে খুদে সদস্য। তাকে নিয়ে এখন বেশির ভাগ সময়ে ব্যস্ত থাকেন দু’জনে।

Advertisement
আরও পড়ুন