Ranbir Kapoor

নতুন অবতারে রণবীর! ‘অ্যানিম্যাল’, ‘রামায়ণ’-এর চেয়ে আলাদা সে সাজ

রণবীর কপূরের নতুন লুক প্রকাশ্যে আনলেন কেশসজ্জা শিল্পী আলিম হাকিম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৪ ১৯:৫২
Ranbir Kapoor’s new look in Instagram

রণবীরের নতুন লুক। ছবি: সংগৃহীত।

নতুন লুকে রণবীর কপূর। ‘অ্যানিম্যাল’, ‘রামায়ণ’-এর লম্বা চুল বদলে একেবারে অন্য রূপে ধরা দিলেন নায়ক। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ছবি প্রকাশ করেছেন রণবীরের কেশসজ্জাশিল্পী আলিম হাকিম।

Advertisement

তাঁর কেশসজ্জায় বিভিন্ন সিনেমায় বিভিন্ন রূপে দেখা গিয়েছে রণবীরকে। কিছু দিন আগে প্রকাশ্যে এসেছিল তাঁর ‘রামায়ণ’ ছবির লুক। রাজকীয় সাজে দেখা গিয়েছিল রণবীরকে। যুবরাজ রামের কেশসজ্জা-সহ সমগ্র সাজই প্রশংসা কুড়িয়েছিল।

তার আগে ‘অ্যানিম্যাল’ ছবিতেও রণবীরের কেশসজ্জা চর্চিত হয়েছিল। কারণ, সেই সজ্জায় বিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের স্টাইলের ছোঁয়া ছিল। তার উত্তরে অবশ্য কেশসজ্জা শিল্পী আলিম জানিয়েছিলেন, ছবিতে রণবীর অর্থাৎ রণবিজয় মাইকেল জ্যাকসনের অনুরাগী। একটি দৃশ্যে রণবীরকে মাইকেল জ্যাকসনের ‘মুন ওয়াক স্টেপ’ নাচে পা মেলাতে দেখা গিয়েছে। জ্যাকসন-যোগ রাখতেই কেশসজ্জায় সেই ছোঁয়া ছিল। তবে এ বারে ছোট চুলে তাঁর নতুন কেশসজ্জা কি অন্য কোনও ছবির চরিত্রের জন্য, তা স্পষ্ট হয়নি।

Advertisement
আরও পড়ুন