মুখে, হাতে যা মাখছেন তা স্বাস্থ্যকর তো, ভুল রূপচর্চায় বলিরেখা দ্রুত পড়বে। ছবি: ফ্রিপিক।
কী ভাবে ত্বকের পরিচর্যা করা উচিত, তা নিয়ে যেমন নতুন ধারণা তৈরি হচ্ছে, তেমনই এখনও কিছু পুরনো ভাবনা মেনে চলেন অনেকে। কিন্তু যা ভাবা হয়, সমাজমাধ্যমে যে পরামর্শ দেওয়া হয়, তার সবটাই ঠিক নয়। তাই মুখে, হাতে কী কী মাখছেন, সে সম্পর্কে ধারণা থাকা দরকার। প্রয়োজন হলে ত্বক চিকিৎসকের পরামর্শ নিন। অন্যকে দেখে বা বিজ্ঞাপনী চমকে ভুলে মুখে এমন কিছু মেখে ফেলবেন না, যা ত্বকের ক্ষতি করতে পারে।
ত্বকের পরিচর্যায় যে ভুলগুলি এড়িয়ে চলবেন?
মেকআপ তোলা জরুরি
দিনের শেষে মেকআপ তোলা জরুরি। সেখানে ক্লান্তি বা আলস্য হলেই বিপদ। তবে শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়। এতে মেকআপ সঠিক ভাবে ওঠে না। বরং লিপস্টিক থেকে ফাউন্ডেশন, আইলাইনার, মাস্কারার পরত তুলতে নারকেল তেল, মাইসেলার ওয়াটার, মেকআপ রিমুভার— ত্বকের উপযোগী কোনও একটি জিনিস বেছে নেওয়া জরুরি।
পাতিলেবুর রস মাখবেন না
মুখের কালো দাগছোপ তুলতে অনেকেই পাতিলেবুর রস সরাসরি মুখে মেখে ফেলেন। এমন করলে ত্বকে জ্বালাপোড়া হতে বাধ্য। পাতিলেবুর রসের অ্যাসিড ত্বকে প্রদাহ তৈরি করবে। দাগ উঠে যাওয়ার বদলে আরও গাঢ় হয়ে বসবে। ফেসপ্যাকে পাতিলেবুর রস ব্যবহার করা যেতে পারে, তবে তা ত্বকের ধরন বুঝে। না হলে ত্বকে ফোস্কা পড়তে পারে।
মেয়াদ উত্তীর্ণ ময়েশ্চারাইজ়ার বা সানস্ক্রিন বিপজ্জনক
মুখে যা-ই ব্যবহার করুন না কেন, তার লেবেলটা ভাল করে পড়ে নেন তো? মেয়াদ উত্তীর্ণ ময়েশ্চারাইজ়ার হোক বা সানস্ক্রিন, কখনওই ত্বকে লাগাবেন না। মেয়াদ ফুরিয়ে যাওয়া কিছু ত্বকে লাগালেই সেখানে সংক্রমণ হতে পারে।