Suhana Khan

Suhana Khan: লাল শাড়ি ও মোহময়ী ব্লাউজে চমক শাহরুখ কন্যা সুহানার, মুগ্ধ ভক্তরা

এ বার একেবারে ভারতীয় সাজে মণীশ মলহোত্রর শাড়িতে ভক্তকুলকে চমকে দিলেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৫
শাহরুখ তনয়ার নয়া অবতার।

শাহরুখ তনয়ার নয়া অবতার। ছবি: ইনস্টাগ্রাম

নেটমাধ্যমে হালফ্যাশনের পশ্চিমী পোশাকেই সাধারণত ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। কিন্তু এ বার একেবারে ভারতীয় সাজে মণীশ মলহোত্রর শাড়িতে ভক্তকুলকে চমকে দিলেন শাহরুখ ও গৌরী খানের কন্যা সুহানা খান। লাল রঙের শাড়ি ও হাতা কাটা ব্লাউজে সুহানার সাজ ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে।

Advertisement
সুহানা খান।

সুহানা খান। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ পাঠরতা শাহরুখ তনয়া সুহানার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ২৪ লক্ষেরও বেশি। মাঝেমধ্যেই বলিউডে তাঁর পা রাখা নিয়ে গুঞ্জন শোনা গেলেও বর্তমানে পড়াশোনার সূত্রে অধিকাংশ সময় আমেরিকাতেই থাকেন সুহানা। সম্প্রতি মুম্বইতে ফিরেছিলেন তিনি।

রুপোলি কানের দুল ছাড়া অন্য কোনও ভারী গয়না ছাড়াই লাল জর্জেটের শাড়িতে যে ভাবে নিজেকে মেলে ধরেছেন সুহানা তাতে ভক্তদের পাশাপাশি মজেছেন পোশাকশিল্পী মণীশ মলহোত্র নিজেও। মণীশের পোস্টটি ইতিমধ্যেই পছন্দ করেছেন এক লক্ষ চৌষট্টি হাজারেরও বেশি মানুষ। আর সুহানার পোস্টটিকে পছন্দ করেছেন তিন লক্ষ আশি হাজার নেটগরিক। রইল ভাইরাল সেই পোস্টের হদিশ—

Advertisement
আরও পড়ুন