Hairstyle Tips

যন্ত্রের সাহায্য না নিয়েই পাতলা চুল ঘন ও উজ্জ্বল দেখাবে, ঘরোয়া কিছু উপায়েই তা সম্ভব

পাতলা চুল ঘন দেখাতে চেষ্টার শেষ নেই। নানা রকম হিট-স্টাইলিং যন্ত্র এখন বেরিয়ে গিয়েছে। কোথাও যাওয়ার আগে তা ব্যবহার করলেই পাতলা চুল ঘন ও ঢেউখেলানো দেখায়। তবে এতে চুলের ক্ষতিও হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৩৯
হিট না দিয়েই পাতলা চুল ঘন দেখাবে, শিখে নিন কিছু কৌশল।

হিট না দিয়েই পাতলা চুল ঘন দেখাবে, শিখে নিন কিছু কৌশল। ছবি: ফ্রিপিক।

আলুলায়িত কেশ কে না চান! কিন্তু এখনকার দ্রুতগতির জীবনে চুল ঘন রাখা মোটেই সহজ নয়। সে কারণেই নানা রকম যন্ত্রের চল হয়েছে। এই সব যন্ত্রের সাহায্যে হিট দিয়ে চুল আরও বেশি ঘন ও ঢেউখেলানো দেখানো যায়। তবে এতে চুলের বারোটা বেজে যায় খুব তাড়াতাড়ি। এতে চুল পড়ার সমস্যাও বাড়ে, চুল রুক্ষও হয়ে যায়। তবে জানেন কি, সাধ ও সাধ্যের ব্যবধান দূর হতে পারে অত্যন্ত সহজ কিছু কৌশলে।

Advertisement

চুলের ঘন দেখানোর ঘরোয়া কিছু টোটকা

যে দিকে রোজ সিঁথি করেন, সেটা বদলে ফেলুন। চেহারাও অন্য রকম লাগবে এবং চুলও ঘন দেখাবে। এক দিকে সিঁথি করে করে অনেক সময় আমাদের সিঁথি চওড়া হয়ে চুল আরও পাতলা লাগে। সেই সমস্যা দূর হবে যদি মাঝেমাঝেই সিঁথি পালটান।

মাথায় ভাল ভাবে তেল দিন। এর পর একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে নিন। অতিরিক্ত জল চিপে বার করে দিয়ে ভেজা তোয়ালে পেঁচিয়ে নিন মাথায়। এই পদ্ধতিতে তেল ও আর্দ্রতা চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায় ও চুল ঘন করে।

চাল ধোয়া জল চুলে লাগালে খুব তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হবে। চাল ধুয়ে সেই জল চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে নিতে হবে। এতে চুলের ঘনত্ব বাড়বে তাড়াতাড়ি।

ক্রপড লেয়ার কাটে চুল ঘন দেখায়। লেয়ার্ড শুধু বড় চুলের জন্য হতে হবে, এমন নয়। তুলনামূলক ছোট চুলেও লেয়ার্ড কাট খুব মানানসই। এমন ছাঁটে চুল ঘন তো দেখাবেই, চুল পাতলা হলে ঘনত্ব বাড়ানোর জন্য অনেকগুলি ছোট ছোট লেয়ারে চুল ছাঁটা হয়। এই ধরনের হেয়ারকাট আপনার লুকই বদলে দেবে।

চটজলদি কোনও সমাধান চাইলে চুলের গোড়ায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। স্প্রে করে আলতো আঙুলে ঘষে নিলে অনেকটা ফোলা ভাব আসে চুলে।

Advertisement
আরও পড়ুন