Makeup Hacks

লিপস্টিক, মাস্কারা শুকিয়ে গিয়েছে? ফেলে না দিয়ে কী ভাবে আবার ব্যবহার করবেন প্রসাধনীগুলি

এক বার সাধের প্রসাধনীগুলির শুকিয়ে যেতে শুরু করলে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকে না। আপনার সঙ্গেও কি এমনটাই হয়? একটু বুদ্ধি খাটালেই এই সেই মেকআপের সামগ্রীগুলি আবার ব্যবহার করে ফেলতে পারেন। ভাবছেন, এটা কী করে সম্ভব?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:৫০
শুকিয়ে যাওয়া মেকআপ প্রসাধনী দিয়েই হবে কামাল।

শুকিয়ে যাওয়া মেকআপ প্রসাধনী দিয়েই হবে কামাল। ছবি: সংগৃহীত।

অনলাইনে ছাড় পেলেই শৌখিনীরা কিনতে থাকেন হরেক রকমের রূপটানের সামাগ্রী। লিপস্টিক, নেলপলিশ, টিন্ট, ব্লাশার... আরও কত কী! নামী-দামি সংস্থার সেই সব প্রসাধনী কিনতে পকেটেও বেশ চাপ পড়ে। তবে শখ করে রূপটানের সমাগ্রীগুলি কিনলেও সবগুলি সব সময় ব্যবহার করা হয়ে ওঠে না। এক বার সাধের প্রসাধনীগুলির শুকিয়ে যেতে শুরু করলে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকে না। আপনার সঙ্গেও কি এমনটাই হয়? একটু বুদ্ধি খাটালেই এই সেই মেকআপের সামগ্রীগুলি আবার ব্যবহার করে ফেলতে পারেন। ভাবছেন, এটা কী করে সম্ভব?

Advertisement

লিপস্টিক: অনেকেরই নানা রঙের লিপস্টিক জমাতে করতে ভালবাসেন। তবে অনেক ক্ষেত্রেই লিপস্টিক গলে যায় বা ভেঙে যায়, ব্যবহারযোগ্য থাকে না। এ রকম হলে লিপস্টিকের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে একটি কাচের পাত্রে ঢেলে রাখুন। খুব সহজেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ‘কালারিং লিপ বাম’।

ফাউন্ডেশন: দাম দিয়ে নামী সংস্থার ফাউন্ডেশন কিনলেন, অথচ বছর খানেকের মধ্যেই দেখলেন তা শুকিয়ে গিয়েছে। এই সমস্যা দূর করতে ফাউন্ডেশনের শিশিতে কয়েক ফোঁটা অ্যালো ভেরা জেল বা ময়শ্চারাইজ়ার দিয়ে ভাল করে মিশিয়ে নিতে পারেন, তা হলেই আবার নতুনের মতো হয়ে যাবে পুরনো ফাউন্ডেশনটি।

মাস্কারা: মাস্কারা নিয়মিত ব্যবহার না করলেই সেটি শুকিয়ে যায়। ব্যবহারযোগ্য থাকে না। এ ক্ষেত্রে মাস্কারার ভিতরে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন, তা হলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে পুরনো মাস্কারাটি।

আইলাইনার: আইলাইনার শুকিয়ে গেলে তা মোটেই ব্যবহার করা যায় না। সে ক্ষেত্রে আইলাইনারের শিশিতে খানিকটা মেকআপ ফিক্সিং স্প্রে মিশিয়ে নিতে পারেন। দেখবেন আবার ব্যবহারযোগ্য হয়ে উঠেছে সাধের প্রসাধনীটি।

নেলপলিশ: এই প্রসাধনীটি শুকিয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এ ক্ষেত্রে রিমুভার দিয়েই হতে পারে মুশকিল আসান। নেলপলিশের শিশিতে কয়েক ফোঁটা রিমুভার দিয়ে মিশিয়ে নিলেই নতুনের মতো হয়ে যাবে।

Advertisement
আরও পড়ুন