Skin care

Skincare tips: চল্লিশ পেরোতেই ত্বকে বলিরেখা পড়েছে? রূপচর্চায় ব্যবহার করুন চালের গুঁড়ো

রূপচর্চায় ব্যবহার করুন চালের গুঁড়ো। অবাক হচ্ছেন! চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের নানা ধরনের সমস্যায় দারুণ উপকারী।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২২ ২১:০০
চালের আটা ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ব্রণর সমস্যা দূর করতে পারে।

চালের আটা ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ব্রণর সমস্যা দূর করতে পারে। ছবি: সংগৃহীত

বয়সের কারণে ত্বকের চামড়া কুঁচকে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে জেল্লা? খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন আপনার ত্বকের জৌলুস। ঘরোয়া টোটকাতেই হবে সমস্যার সমাধান। রূপচর্চায় ব্যবহার করুন চালের গুঁড়ো। অবাক হচ্ছেন, মনে হচ্ছে প্রলাপ? একদমই নয়। চালের গুঁড়ো দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের নানা ধরনের সমস্যায় দারুণ উপকারী।

ত্বকের জেল্লা ফেরাতে কী ভাবে ব্যবহার করবেন?

Advertisement

এই ফেসপ্যাকটি তৈরি করার জন্য ওটস, চালের আটা এবং মধু লাগবে। ওটস ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে। এক টেবল-চামচ চালের আটা, এক চা-চামচ ওটস, এক চা-চামচ দুধ এবং এক চা-চামচ মধু একসঙ্গে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। আপনার সারা মুখে প্যাকটি লাগান। মিনিট দশেক রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রণ কমাতে কী ভাবে ব্যবহার করবেন?

চালের আটা ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে ব্রণর সমস্যা দূর করতে পারে। একটি পাত্রে তিন থেকে চার ফোঁটা ক্যাস্টর অয়েল, এক টেবল-চামচ চালের গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট রাখুন। এ বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফলাফলের জন্য এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করা যেতে পারে।

বলিরেখা দূর করতে কী ভাবে ব্যবহার করবেন?

এক টেবল-চামচ চালের আটা এবং দু’টি ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে নিন। প্যাকটি মুখে লাগান। পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। আপনি যদি বলিরেখা থেকে মুক্তি পেতে চান তবে এই ফেসপ্যাকটি অবশ্যই ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন