bridal look

Drink for Bridal Glow: বিয়েতে ক্ল্য়াটরিনা -আলিয়ার মতো ‘নো মেকআপ লুক’ চান? ভরসা রাখবেন কোন পানীয়ে

বিয়ের দিনের সাজে সকলের নজর কেড়েছেন আলিয়া। কপূর পরিবারের নববধূর উজ্জ্বল ত্বকের রহস্য জানেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৫:১২
আলিয়া বা ক্যাটরিনার বিয়ের দিন মোহময়ী হয়ে ওঠার পিছনে রয়েছে বিশেষ পরিচর্যা।

আলিয়া বা ক্যাটরিনার বিয়ের দিন মোহময়ী হয়ে ওঠার পিছনে রয়েছে বিশেষ পরিচর্যা। ছবি: সংগৃহীত

অনুষ্কা শর্মা,দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কইফ, মৌনী রায় এবং সম্প্রতি আলিয়া ভট্ট—বিয়ের দিনের সাজে সকলেই হয়ে উঠেছিলেন রূপকথার রাজকন্যে। আলিয়া বা ক্যাটরিনার বিয়ের দিন মোহময়ী হয়ে ওঠার পিছনে রয়েছে বিশেষ পরিচর্যা। একেবারে নামমাত্র রূপটানেই বিয়ের সাজে মন কেড়েছেন অনুরাগীদের। পর্দার অভিনেত্রীদের রূপরুটিন জানতে আগ্রহী অনেকেই। বিশেষ করে বাস্তবে বিয়ের পিঁড়িতে বসার আগে কী ভাবে আলাদা করে ত্বকের যত্ন নেন তাঁরা তা নিয়েও কৌতূহলের শেষ নেই। বৈশাখ মানেই বিয়ের মাস। অনেকেই এই মাসে তাঁদের নতুন জীবন শুরু করতে চলেছেন। বিয়ের মতো জীবনের এই বিশেষ দিনে নিজেকে মোহময়ী করে তুলতে ভরসা রাখতে পারেন এক বিশেষ পানীয়ে। যা ত্বকের জৌলুস বাড়াতে সাহায্য করবে।

Advertisement
বিয়ের মতো জীবনের এই বিশেষ দিনে নিজেকে মোহময়ী করে তুলতে ভরসা রাখতে পারেন এক বিশেষ পানীয়ে।

বিয়ের মতো জীবনের এই বিশেষ দিনে নিজেকে মোহময়ী করে তুলতে ভরসা রাখতে পারেন এক বিশেষ পানীয়ে। ছবি: সংগৃহীত

কী ভাবে বানাবেন এই জাদু পানীয়?

উপকরণ

সেদ্ধ বিট: আধ কাপ

গাজর: আধ কাপ

আপেল: ১টি

কাঁচা হলুদের টুকরো: ২ টুকরো

আমলকি: ১টি

বেদানা: এক কাপ

প্রণালী

সব উপকরণগুলি একসঙ্গে মিক্সিতে বেটে মিশ্রণ বানিয়ে নিন। স্বাদ বাড়ানোর জন্য শরবতের উপরে ছড়িয়ে দিতে পারেন বিটনুন, পুদিনা পাতা, আর অল্প লেবুর রস। সব রকম ভিটামিন আর মিনারেলস সমৃদ্ধ এই শরবত ত্বকে ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। ত্বক দৃঢ়, কোমল ও মসৃণ করে তোলে।

Advertisement
আরও পড়ুন