Sonakshi Sinha’s Skincare Tips

ত্বক অতিরিক্ত শুষ্ক? সোনাক্ষীর টোটকা মেনে রূপচর্চা করলে সমস্যার সমাধান হতে পারে

সম্প্রতি সোনাক্ষী সমাজমাধ্যমে ত্বকচর্চা সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে কী করতে হবে, সেই টোটকাও দেন অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩৩
Sonakshi Sinha

অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা। ছবি: ইনস্টাগ্রাম।

শীত পড়তেই আতঙ্কে শুষ্ক ত্বকের অধিকারীরা। প্রায় সারা বছরই ক্রিম, লোশনে ডুবে থাকেন। ঠান্ডায় সেই পরিমাণ আরও বেড়ে যায়। কিন্তু তাতে লাভ কিছু হয় না। শুষ্ক ত্বক পেলব করতে খরচ করে সিরামও কিনে ফেলেন অনেকে। তবে অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা বলছেন, এত কিছুর প্রয়োজন নেই। শুষ্ক ত্বকের সমস্যা সহজে দূর হবে ফেশিয়াল অয়েলের গুণে।

Advertisement

সম্প্রতি সোনাক্ষী নিজের এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “আমার ত্বকচর্চার বিষয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। যে হেতু আমার ত্বক খুব শুষ্ক তাই আমি সপ্তাহে তিন দিন ফেশিয়াল অয়েল দিয়ে মুখে মাসাজ করি। ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যায়। তাতেই ত্বক মসৃণ হয়, জেল্লাও ফিরে আসে।”

রূপচর্চা শিল্পীরা বলছেন, ত্বকের যত্নে ফেশিয়াল অয়েলের যথেষ্ট ভূমিকা রয়েছে। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ক্রিম, লোশন মাখাই যায়। তবে যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের কিন্তু শুধু ক্রিমে কাজ হওয়ার নয়। তাই অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য বিশেষ ভাবে তৈরি ফেশিয়াল অয়েল ব্যবহার করা যেতেই পারে। হাতের কাছে ফেশিয়াল অয়েল না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েলও মুখে মাখা যায়। তবে ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে মাসাজেরও প্রয়োজন রয়েছে।

সোনাক্ষী বলেন, “এই পন্থা আমার ত্বকের জন্য উপযুক্ত। তবে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা মুখে তেলের বদলে ক্রিম বা লোশন মাখতে পারেন। তাতে মুখে মাসাজ করতেও সুবিধা হবে।”

Advertisement
আরও পড়ুন