Kajol

অজয়ের সঙ্গে বিয়ের পরই ৮ কেজি ওজন বেড়ে যায় কাজলের! কার আদরে এমন হল, খোলসা করলেন নিজেই

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল হাসতে হাসতে জানালেন, বিয়ের দু’মাসের মধ্যে তাঁর ওজন প্রায় ৮ কেজি বেড়ে ‌যায়। নেপথ্যে কী কারণ?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১২:০৯
১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারিতে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের।

১৯৯৯ সালে ২৪ ফেব্রুয়ারিতে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের। ছবি: সংগৃহীত।

‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ খোলামেলা আলোচনায় মগ্ন হতে দেখা গেল তাঁকে। সেই আড্ডায় উঠে এল কী ভাবে কাজল তাঁর শ্বশুরবাড়িতে মাছ খাওয়ার চলন শুরু করলেন।

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের। অভিনেত্রী হিসাবে কাজল তখন সাফল্যের মধ্যগগণে। বিয়ের পর থেকেই শাশুড়ি ভিনা দেবগনের সঙ্গে তাঁর বেশ ভাল সম্পর্ক। সাক্ষাৎকারে তিনি হাসতে হাসতে বললেন বিয়ের দু’মাসের মধ্যে তাঁর ওজন প্রায় ৮ কেজি বেড়ে ‌যায়। নেপথ্যে তাঁর শাশুড়ি মা। কাজল বললেন, ‘‘রোজ সকালে খাবার টেবিলে হরেক রকম পরোটা সাজানো থাকত। কখনও পনির পরোটা, কখনও ফুলকপির পরোটা কখনও আবার আলুর পরোটা। শুধু পরোটা নয়, পরোটার সঙ্গে থাকতো সাদা মাখনও! ডায়েট কাকে বলে আমি জানতামই না।!’’

Advertisement
শাশুড়ি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল কাজলের, জানালেন নিজেই।

শাশুড়ি মায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল কাজলের, জানালেন নিজেই। ছবি: সংগৃতীত।

কাজল আরও বললেন, ‘‘বা়ড়িতে আমি আর শাশুড়ি মা মিলে মাছ খাই এখন। মাসে এক বার আমাদের বাড়িতে কাঁকড়া তো আসবেই আসবে।” কাঁকড়া খাওয়ার পদ্ধতিটা তিনিই শাশুড়িকে হাতে ধরে শিখিয়েছিলেন। কাজল বলেন, “কালো জামা, চোখে চশমা আর মেক আপ ছাড়াই কাঁকড়া খেতে হবে, নইলে সমস্যায় পড়বেন।’’

তাই অভিনেত্রীকে মাছে-ভাতে কাজল বললে ভুল হবে না! শুধু তা-ই নয়, কাঁটা কিংবা চামচ ছেড়ে কাজল হাত দিয়েই খেতে ভালবাসেন। অভিনেত্রী বললেন, ‘‘হাত দিয়ে খেতে যা মজা আসে, চামচ দিয়ে তা আসে না!’’

Advertisement
আরও পড়ুন