winter decor ideas

শীতকাল আসন্ন, বছরের এই সময়ে ঘর গরম রাখতে চান? মেনে চলুন ৫ পরামর্শ

শীতের সময়ে বাড়ির অন্দরমহল গরম না থাকলে কষ্ট হয়। কয়েকটি সহজ কৌশলে সমস্যার সমাধান হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১০:০৯
Follow these 5 easy tips to make your room cozy and warm this winter

প্রতীকী চিত্র। ছবি: শাটারস্টক।

শীত দোরগোড়ায়। এই ঋতুটি অনেকেই উপভোগ করেন। সারা বছর গরমের থেকে মুক্তি দেয় কয়েক মাসের তাপমাত্রার পরিবর্তন। তবে শীতকালে বাড়ির অন্দরমহল ঠান্ডা থাকলে কারও ভাল লাগে না। পার্বত্য বা শীতপ্রধান অঞ্চলে বাড়িতে রুম হিটার বা ফায়ারপ্লেস থাকে। কিন্তু সমতলের বাড়ির ভিতরের অংশ সারা দিন গরম রাখা অনেক সময়েই কঠিন হয়ে দাঁড়ায়।

Advertisement

কয়েকটি কৌশলে সারা দিন বাড়ির অন্দরমহলের শৈত্য কাটানো সম্ভব—

১) শীতকালে জানলায় মোটা পর্দা ব্যবহার কার উচিত। তার ফলে বিশেষত রাতের দিকে বাইরের শীতলতা ঘরের ভিতরের অংশকে প্রভাবিত করতে পারবে না। পাশাপাশি, ঘরের মেঝেতে কার্পেট ব্যবহার করলেও ঠান্ডা কম লাগবে।

২) সূর্যালোক অনেকাংশে শীতকে নিয়ন্ত্রণ করে। তাই ঘরের মধ্যে যাতে সারা দিন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে, সে দিকে খেয়াল রাখা উচিত। দিনের বেলায় লবণ-জল দিয়ে ঘর মুছলে ঘরের আর্দ্রতা দূর হবে। তার ফলে ঘর গরম থাকবে।

৩) সন্ধ্যায় ঘরে সাধারণ বা সুগন্ধী মোমবাতি জ্বালানো যেতে পারে। কয়েকটি মোমবাতি ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই ঘরের তাপমাত্রায় পরিবর্তন ঘটবে। ফলে ঠান্ডা অনুভূত হবে না।

৪) ঘরের কোনও দেওয়াল যদি স্যাঁতস্যাঁতে থাকে, তা হলে শীতের সময়ে কোনও পর্দা বা ভারী কাপড় দিয়ে তা ঢেকে রাখা উচিত। তার ফলে ভিজে দেওয়াল থেকে আর্দ্রতা ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না।

৫) শীতের সময়ে গরম জল দিয়ে ঘরের মেঝে নিয়মিত মোছা উচিত। তার ফলে এক দিকে যেমন ঘরে কোনও রকম জীবাণুর প্রবেশ ঘটবে না, তেমনই এই পদক্ষেপ ঘর গরম রাখতে সাহায্য করবে।

Advertisement
আরও পড়ুন