Cushion Cover Ideas

ফুলেল নকশা থেকে জ্যামিতি, কুশনের ঢাকায় বৈচিত্রের ছোঁয়া, ঘর সাজাতে বাছবেন কোনটা?

অন্দরমহলেই সজ্জায় প্রকাশ পায় বাড়ির সদস্যদের রুচি-পছন্দ। ছোটখাটো অনেক কিছুই বদলে দিয়ে পাল্টে ফেলা যায় ঘরের সৌন্দর্য। সেই তালিকায় রাখতে পারেন কুশন কভারও। কোন কোন ধরনের কভার পাওয়া যায়, তা দিয়ে কী ভাবে সাজাবেন বসার ঘর থেকে খুদের খেলার জায়গা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১৪:৩৮
কুশনের ঢাকা বদলে দিতে পারে অন্দরের রূপ। কত রকম কুশন কভার পাওয়া যায়? তা দিয়ে কী ভাবে ঘর সাজাবেন?

কুশনের ঢাকা বদলে দিতে পারে অন্দরের রূপ। কত রকম কুশন কভার পাওয়া যায়? তা দিয়ে কী ভাবে ঘর সাজাবেন? ছবি: সংগৃহীত।

সোফা হোক বা বিছানা, খুদের ঘরের খেলার জায়গা কিংবা বসার ঘরের চেয়ার, ভোল পাল্টে দিতে পারে কয়েকটি কুশন। শুধু রকমারি প্রিন্ট নয়, হাতের সূক্ষ্ম কারুকাজে বিভিন্ন রকম কুশন কভারে জুড়ছে শৈল্পিক ছোঁয়া। পুরনো কুশনেই ঘরের আবহের সঙ্গে মানানসই নতুন ঢাকনা বা কভার দিলেই অন্য মাত্রা যোগ হতে পারে অন্দরসজ্জায়।

Advertisement

জেনে নিন কোন কোন ধরনের কুশন কভার ঘর সাজাতে ব্যবহার করবেন।

জ্যামিতিক নকশা

জ্যামিতিক নকশার কুশনের ঢাকনাও কিন্তু অন্দরসজ্জার সঙ্গে মানানসই হতে পারে।

জ্যামিতিক নকশার কুশনের ঢাকনাও কিন্তু অন্দরসজ্জার সঙ্গে মানানসই হতে পারে। ছবি: সংগৃহীত।

সুতির কুশন কভারই ব্যবহারের জন্য আরামদায়ক । অন্দরের পরিবেশের সঙ্গে মিলিয়ে জ্যামিতিক নকশার কভার কিনতে পারেন। হালকা বা গাঢ় রঙের উপর প্রিন্টেড বা সুতোর কাজ করা কভার বেশ দেখতে ভাল লাগে। বসার ঘরের সোফায় অথবা চেয়ারেও এমন কভার কুশনে পরিয়ে রাখলে সুন্দর দেখাবে।

অ্যাপ্লিকের কাজ

ফুলপাতার বাইরে বন্যপ্রাণের অ্যাপ্লিকের কাজের কুশন কভারও হতে পারে নজরকাড়া।

ফুলপাতার বাইরে বন্যপ্রাণের অ্যাপ্লিকের কাজের কুশন কভারও হতে পারে নজরকাড়া। ছবি: সংগৃহীত।

একটি কাপড়ের উপর নতুন কাপড় বসিয়ে তা সেলাই করা কাজকে বলা হয় অ্যাপ্লিক। খুব রঙিন হয় অ্যাপ্লিকের কাজ। ছোটদের ঘর হোক বা বৈঠকখানা—খাট হোক বা সোফা, অ্যাপ্লিকের কাজ করা কুশন কভার অন্দরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। ছোটদের ঘর হলে সাদার উপর রঙিন প্রজাপতি, উট, ঘোড়ার অ্যাপ্লিকের কাজ রাখতে পারেন। গাছ, লতাপাতাও দেখতে বেশ লাগে।

কার্টুনের ব্যবহার

রকমারি কার্টুনের ঢাকা দেওয়া কুশন ছোটদের ঘর সাজাতে ব্যবহার করতে পারেন।

রকমারি কার্টুনের ঢাকা দেওয়া কুশন ছোটদের ঘর সাজাতে ব্যবহার করতে পারেন। ছবি: সংগৃহীত।

বাড়ির ছোট্ট সদস্যটির ঘর সাজিয়ে দিতে প্রিন্টেড কার্টুন কুশন কভার ভাল পছন্দ হতে পারে। জীবজন্তুর কার্টুন ব্যবহার করে এগুলি বানানো হয়। ফুল, পাখির রঙিন প্রিন্ট থাকে এমন কভারে। দেওয়ালের রংটি যদি হালকা হয়, তা হলে এমন রংচঙে কভার বেশ মানানসই হবে।

ফুলের ছোঁয়া

সুতো দিয়ে তোলা হয়েছে ফুলেল নকশা। এমন কুশন কভারও কিন্তু ছিমছাম অন্দরসজ্জায় মানানসই।

সুতো দিয়ে তোলা হয়েছে ফুলেল নকশা। এমন কুশন কভারও কিন্তু ছিমছাম অন্দরসজ্জায় মানানসই।

ফুলেল কুশন কভার সবসময়ই দেখতে ভাল লাগে। সুতির উপর প্রিন্টেড নকশা যেমন হয় তেমনই পুরোপুরি হাতের কাজের কভারও হয়। সুতোর কারুকাজে ফুটিয়ে তোলা হয় ছোট-বড় নানা রকম ফুল। বসার ঘরের নান্দনিকতা বৃদ্ধি করতে চাইলে এমন জিনিসটি বেছে নিতেই পারেন।

ভেলভেটের সঙ্গে ঝালর

ভেলভেটের উপর কারুকাজ করা কুশন কভারও বেছে নেওয়া যায় ঘর সাজানোর জন্য।

ভেলভেটের উপর কারুকাজ করা কুশন কভারও বেছে নেওয়া যায় ঘর সাজানোর জন্য। ছবি: সংগৃহীত।

ঘরে রাজকীয় সৌন্দর্য চাইলে সোফার সঙ্গে মানায় এমন ভেলভেটের কুশন কভারও বেছে নিতে পারেন। ভেলভেটের ঢাকনাগুলি বেশ উজ্জ্বল হয়। একরঙাও যেমন পেলে তেমন নকশাদার এবং ঝালর দেওয়া ঢাকাও বাজারে পাওয়া যায়। হালকা রঙের সোফা হলে একটু উজ্জ্বল ভেলভেট কুশন কভার দেখতে নজরকাড়া লাগবে।

Advertisement
আরও পড়ুন