Gold Ornaments

Gold Ornaments: বাড়িতে সোনার গয়না পরিষ্কার করবেন কী ভাবে?

সোনার আংটি আবার নোংরা! তাতে সোনার মূল্য না কমলেও, সাজের শোভা কমে। তাই গয়না পরলে পরিষ্কারও করতে হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৬
অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না

অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না

সোনার গয়না পরতে ভাল লাগে। কিন্তু প্রতিদিন একই গয়না পরলে তা ময়লা হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। আর ঘাম, ময়লা জমে থাকা গয়না দেখতে যে ভাল লাগে না, তা কে না জানে!

কিন্তু সেই ঘাম, ময়লা সাফ করবেন কী ভাবে? বাড়িতে অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না।

Advertisement
গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়

গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়

কী ভাবে করবেন?

কাপড় কাচার তরল সাবান আর গরম জলই যথেষ্ট এই কাজের জন্য। একটি পাত্রে হালকা উষ্ণ জল নিন। তার মধ্যে মিশিয়ে দিন কাপড় কাচার সাবান। এ বার সেই পাত্রেই ফেলে দিন কয়েকটি গয়না। ১০-১৫ মিনিট চুবিয়ে রাখুন। এর পর এক-একটি গয়না তুলে নিয়ে নরম কোনও ব্রাশ দিয়ে ঘষে নিন এক এক করে।

ভাল করে ঘষে নেওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিন গয়না। প্রতিটি গয়না আলাদা আলাদা করে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।

খেয়াল রাখুন গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। সুতির পাতলা কাপড় কিংবা কোমল কোনও সিল্ক দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভাল। যে ব্রাশ ব্যবহার করবেন, সেটিও হতে হবে কোমল।

Advertisement
আরও পড়ুন