Home Decor Tips For Durga Puja

পুজোয় বন্ধুদের সঙ্গে বাড়িতেই বসবে আড্ডার আসর? বসার ঘরে পার্টির মেজাজ তৈরি করবেন কী করে

টিউবলাইটের আলো আর রোজের সাজে উৎসবের আড্ডা মোটেই জমবে না! ভালমন্দ খাওয়াদাওয়া আর রকমারি পানীয়ের স্বাদ বাড়াতে বাড়ির সাজও বদলানো যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা আরও জমাতে বাড়িকে দিন সম্পূর্ণ অন্য রকম চেহারা। তাই জেনে নিন, পুজোর দিনে বাড়িকে পার্টির সাজে সাজাবেন কী করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩
‘হাউস পার্টির’ জন্য কী ভাবে সাজাবেন অন্দরমহল?

‘হাউস পার্টির’ জন্য কী ভাবে সাজাবেন অন্দরমহল? ছবি: সংগৃহীত।

পুজোর একটি সন্ধ্যায় বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার পরিকল্পনা? টিউবলাইটের আলো আর রোজের সাজে উৎসবের আড্ডা মোটেই জমবে না! ভালমন্দ খাওয়াদাওয়া আর রকমারি পানীয়ের স্বাদ বাড়াতে বাড়ির সাজও বদলানো যায়। বন্ধুদের সঙ্গে আড্ডা আরও জমাতে বাড়িকে দিন সম্পূর্ণ অন্য রকম চেহারা। তাই জেনে নিন, পুজোর দিনে বাড়িকে পার্টির সাজে সাজাবেন কী করে।

Advertisement

১) বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট আলো আছে? পার্টির সময়ে একেবারেই বড় আলো ব্যবহার না করে ছোট আলো জ্বালান। এতে ঘর অন্য মাত্রা পাবে। হলুদ টুনি দিয়েও সাজিয়ে ফেলতে পারেন বসার ঘর।

২) অপ্রয়োজনীয় ঘর সাজানোর জিনিসপত্র, আসবাব ইত্যাদি ঘরে থাকলে জায়গার অপচয় হয়। জায়গা বাড়াতে সেগুলি আগে সরিয়ে ফেলুন। পরিবর্তে ব্যবহার করে দেখতে পারেন হালকা রঙের চাদর, কুশন কভার। দেওয়ালে টাঙাতে পারেন জলরঙে আঁকা কোনও ছবি। শৌখিন ওয়াল হ্যাঙ্গিং থাকলেও মন্দ হবে না।

৩) অতিথিদের বসার জন্য শুধু একগাদা চেয়ার না রেখে, মেঝেতে ম্যাট্রেস পেতে দিন। তার উপরে রঙিন চাদর বিছিয়ে নানা আকারের কুশন দিয়ে সাজান। অনেক জায়গা বাঁচবে, আবার বসার ঘর দেখতেও খানিকটা বড় এবং সুন্দর মনে হবে।

৪) আমন্ত্রিতরা মূলত বসার ঘরেই সন্ধ্যা কাটাবেন। তাই সেই ঘরের চেহারা বদলাতে হবে। ঘরের কোণে রাখতে পারেন সুন্দর ল্যাম্পশেড। সেন্টার টেবিলে রাখুন কোনও সুন্দর দেখতে শো-পিস। সোফার ঢাকা বদলে দিন। সেন্টার টেবিলের এক পাশে সাজিয়ে রাখুন বাহারি গ্লাস আর বাসনপত্র।

৫) পুজোর আড্ডায় গান হল একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বড় ব্লু টুথ স্পিকার থাকলে তাতে গান-বাজনা চালাতে পারেন। আর না হলে বাড়ির সাউন্ড সিস্টেমের যন্ত্রটি পার্টির দিনের জন্য বসার ঘরে লাগিয়ে নিতে পারেন।

৬) পুজো মানেই নানা রকম খাওয়াদাওয়া। তাই খাবার টেবিলকেও সাজাতে পারেন অন্য ভাবে। সুন্দর টেবিল ম্যাটের উপর সুদৃশ্য মোমবাতি রাখুন। তার পাশে বাহারি প্লেটে সাজিয়ে রাখুন খাবার।

৭) সারা বছর কার্পেট খুব একটা ব্যবহার না করলেও এই দিনটিতে বার করতে পারেন। এতে সারা ঘরে পরিপূর্ণতার ছোঁয়া আসবে। ঘরের কোণে রাখতে পারেন বাহারি কোনও গাছও।

Advertisement
আরও পড়ুন