Oil Removing Tips

হাত ফসকে তেল পড়ে গিয়েছে? মেঝে মুছলেই কিন্তু কাজ হয় না, কী ভাবে তা পরিষ্কার করবেন?

মেঝেতে তেল পড়ে গিয়েছে? শুধু মুছলে পিচ্ছিল ভাব যায় না। কী ভাবে তেল মেঝে থেকে পরিষ্কার করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২০:৩৩
মেঝেতে পড়ে যাওয়া তেল মোছা সহজ নয়। কী ভাবে তা পরিষ্কার করবেন?

মেঝেতে পড়ে যাওয়া তেল মোছা সহজ নয়। কী ভাবে তা পরিষ্কার করবেন? ছবি:ফ্রিপিক।

মেঝের উপর জল পড়ে গেলে তা মুছলেই হয়ে যায়। কিন্তু কোনও সময় হাত ফসকে তেল পড়ে গেলে সমস্যার শেষ থাকে না। তেল কাপড় দিয়ে মুছলেও কিন্তু মেঝে থেকে পিচ্ছিল ভাব যায় না। ক্ষেত্রবিশেষে এমন মেঝেই কিন্তু হয়ে উঠতে পারে বিপজ্জনক। এক বার পা হড়কে পড়লেই ঘটতে পারে বিপদ।

Advertisement

মেঝেতে তেল পড়লে কী ভাবে পরিষ্কার করবেন?

১। তেল পড়লে জল দিয়ে মোছার চেষ্টা না করে খবরের কাগজ বা ব্লটিং পেপার, যা তেল শুষে নিতে পারবে, সেটি ব্যবহার করুন। প্রথমেই তেল পরিষ্কার করে নিন।

২। জলের মধ্যে কয়েক ফোঁটা তরল সাবান গুলে পরিষ্কার কাপড় তাতে ভিজিয়ে ঘষে ঘষে মুছে নিন। এতে তেলতেলে ভাব অনেকটাই চলে যায়। কিন্তু অনেক সময় খুব ঘন বা চটচটে জাতীয় তেল পড়ে গেলে এর পরেও পিচ্ছিল ভাব থেকে যায়।

৩। তৃতীয় ধাপে তেল পড়ে যাওয়া জায়গাটিতে বেকিং সোডা ছ়ড়িয়ে দিতে পারেন। মিনিট দশেক পরে সাবান গোলা জল দিয়ে মেঝে মুছে নিন। পর পর তিন ধাপে মেঝে পরিষ্কার হয়ে যাবে। তবে খেয়াল রাখা প্রয়োজন, মেঝে মোছার সময় যেন জল বা সাবান না লেগে থাকে। তা হলে কিন্তু অন্য বিপত্তি হতে পারে। পা পিছলে কেউ পড়ে যেতে পারেন।

Advertisement
আরও পড়ুন