Hook for Home

জরুরি জিনিস মিলবে হাতের কাছে, স্নানঘর থেকে রান্নাঘর, একটি জিনিসেই হবে সমস্যার সমাধান

ঘরের টুকিটাকি জিনিস রাখা নিয়ে বড়ই সমস্যা হয়। মেঝেতে রাখলে, মেঝে পরিষ্কার করা যায় না। আবার কোথাও তুলে রাখলে হাতের কাছে মেলে না। এর সমাধান কিন্তু আছে হাতের কাছেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৩:৪০
অগোছালো পোশাক, বাসন, কাপ গুছিয়ে রাখা যাবে সহজেই, শুধু দরকার একটি জিনিস।

অগোছালো পোশাক, বাসন, কাপ গুছিয়ে রাখা যাবে সহজেই, শুধু দরকার একটি জিনিস। ছবি: ফ্রিপিক।

তোয়ালে হোক বা সাবান মাখার জালি, কাপ কিংবা ঘর পরিষ্কারের ঝাঁটা কিংবা ঘর মোছার ন্যাতা। জিনিসপত্র কোথায়, কী ভাবে গুছিয়ে রাখা যায় বা কী ভাবে রাখলে কাজের সুবিধা হয়, তা বুঝে ওঠা যায় না। উল্টে সঠিক ভাবে রাখার জায়গার অভাবে কাজের জিনিস হাতের কাছে যেমন পাওয়া যায় না, তেমনই ঘরদোর অগোছালো লাগে।

Advertisement

তবে এই সমস্যার সমাধান হতে পারে সামান্য একটি জিনিসেই। হুক। পিতল থেকে স্টিল, চুম্বকের অথবা আঠা দিয়ে সাঁটা, শৌখিন অথবা সাধারণ, ছোট-বড় নানা রকম হুকই এই সমস্যার সমাধান করতে পারে। ভাবছেন কী ভাবে? একটু ভাবলেই উপায় হবে।

ফ্রিজের চৌম্বকীয় হুক: ফ্রিজের গায়ে চট করে আটকে যাবে চুম্বকের এমন হুক ইদানীং বেশ জনপ্রিয়। এর কাজও নেহাত কম নয়। হালকা কাপ থেকে ওভেন বেকিংয়ের গ্লাভস বা হেঁশেলের ছোটখাটো জিনিস, অনেক কিছুই ঝুলিয়ে দেওয়া যায় ফ্রিজে লাগানো হুক থেকে। আবার ঘর সাজানোর জিনিসও ঝুলিয়ে দেওয়া যায় এমন হুক থেকে।

দরজার আড়ালের হুক: ঘরভেদে হুকের অবস্থান, কাজও ভিন্ন। যে ঘরে পোশাক রাখা যায় সেখানে দরজার ঠিক পিছন দিক করে লম্বা স্টিলের একাধিক হুক নাটবল্টু দিয়ে আটকে রাখা যায়। এর পিছনে জামাকাপড় রাখলেও তা দরজার আড়ালেই থেকে যাবে। স্নানঘর হোক বা রান্নাঘরের দরজার পিছন— এই ধরনের হুকে অনেক জিনিস ঝুলিয়ে রাখার জন্য ব্যবহার করা যায়।

স্নানঘরে হুক: স্টিলের শৌখিন চওড়া হুক থেকে আঠা লাগানো প্লাস্টিকের হুক ইচ্ছামতো বেছে নেওয়া যায়। স্নানঘরে আয়নার নীচে বা টাইলসে এই ধরনের হুক থাকলে ভিজে তোয়ালে, সাবান মাখার ভিজে জালি, টুকিটাকি অনেক জিনিসই ঝোলানো যাবে। আবার স্নানঘরের কোনও একটি দেওয়ালে মাপমতো হুক লাগিয়ে নিলে স্নানঘর পরিষ্কারের কিছু কিছু জিনিসও দড়ির সাহায্যে কায়দা করে ঝুলিয়ে রাখা যেতে পারে।

রকমারি হুকে ঝুলিয়ে হাতের কাছেই রাখা যায় জরুরি জিনিস।

রকমারি হুকে ঝুলিয়ে হাতের কাছেই রাখা যায় জরুরি জিনিস। ছবি: আনন্দবাজার ডট কম

বেসিনের উপরে হুক : রান্নাঘরের বেসিন হোক বা ঘরের মধ্যে থাকা বেসিন, তার উপরে বা পাশে হুক লাগিয়ে অনেক জিনিস রাখা যায়। রান্নাঘরের বেসিন সংলগ্ন স্থানে বাসন ধোয়ার ঝাঁঝরি থেকে থালা পরিষ্কারের ব্রাশ, ছোট গামলা— এমন অনেক কিছুই কায়দা করে হুকে ঝুলিয়ে রাখা যায়। বেসিন সংলগ্ন দেওয়াল বা টালিতে প্রয়োজনমতো লাগানো যায় আবার খুলে নেওয়া যায় এমন নানা রকম হুক এখন সহজেই বাজারে মেলে।

হেঁশলের হুক: হেঁশেলের রকমারি হুকের হরেক কাজ। হাতা-খুন্তি ঝোলানো থেকে কফি মগ, রান্নাঘর পরিষ্কারের কাপড় সব কিছুই এই হুকে ঝোলানো যায়। আবার বাড়ির সুন্দর বাসনকোসনও নির্দিষ্ট দেওয়ালে, সঠিক পরিকল্পনা করে ঝুলিয়ে দিলে হেঁশেলের সৌন্দর্যায়ন সম্ভব।

Advertisement
আরও পড়ুন