Simple Gardern Art

ছেলেবেলা ফিরে আসুক বাগানের হাত ধরে, হাতে বানানো জিনিস দিয়ে কী ভাবে সাজাবেন জায়গাটি

হারিয়ে যাওয়া শখ জাগিয়ে শৈশব নতুন করে ফিরিয়ে আনতে পারেন। আঁকা, লেখা, হাতের কাজ দিয়ে সাজাতে পারেন শখের বাগান। কী ভাবে তা শুরু করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১১:০৬
খুদেকে নিয়ে ফিরে যেতে পারেন শৈশবে। বাগানেও থাক শৈল্পিক ছোঁয়া।

খুদেকে নিয়ে ফিরে যেতে পারেন শৈশবে। বাগানেও থাক শৈল্পিক ছোঁয়া। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছোটবেলায় কতই না খেলার আনন্দ থাকে। মাটি দিয়ে এটা-সেটা তৈরি, হাতের কাজ, আঁকা, নানা ধরনের জিনিস বানানো। তবে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক চাপে, হারিয়ে যায় শৈশবের সেই আনন্দ। কেউ হয়তো ভাল আঁকতেন বা হাতের কাজ ছিল দারুণ। দেখা যায়, পরবর্তীতে সাংসারিক চাপে সেই সব আর মনেও নেই।

Advertisement

শৈশবকেই নতুন করে ফিরিয়ে আনতে পারেন নিজের শখকে জাগিয়ে। আঁকা, লেখা, হাতের কাজ দিয়ে সাজাতে পারেন শখের বাগান। ফ্ল্যাটের একফালি স্থানেই বাগান হোক বা ছাদ-বাগান থাক— নিজের হাতের শৈল্পিক স্পর্শেই তার ভোল বদলানো সম্ভব। কী ভাবে তা শুরু করবেন?

নুড়ি-পাথর

এই ভাবেও পাথর রং করে গাছের নাম লেখা যায়।

এই ভাবেও পাথর রং করে গাছের নাম লেখা যায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বেড়াতে গেলে অনেকেই নদীর ধার থেকে নুড়ি-পাথর কুড়িয়ে আনেন। দোকানেও চ্যাপ্টা কালো পাথর পাওয়া যায় যার উপরে আঁকতে পারেন। রং-তুলি দিয়ে পছন্দের নকশা আঁকুন এতেই। আঁকিবুকিতে দক্ষ না হলে পাথরটি রং করে তার উপর গাছের নাম লিখতে পারেন। এই ভাবে প্রতিটি নাম লেখা পাথর নির্দিষ্ট গাছের গোড়ায় বা টবে বসিয়ে দিন। আবার বড় পাথর নানা রকম রং করে তা সাজিয়ে পাখি, প্রজাপতির আকার দিয়েও বাগান সাজানো যায়।

বোতল আর্ট

বোতল দিয়ে পাখির খাওয়ার জায়গা তৈরি করে নিন।

বোতল দিয়ে পাখির খাওয়ার জায়গা তৈরি করে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বোতল দিয়ে পাখির খাওয়ার জায়গা বানান। প্রতি বাড়িতেই প্লাস্টিকের বোতল থাকে। সেই বাড়তি জিনিস দিয়ে পাখির খাওয়ার পাত্র বানান। বোতলটির একটি অংশ আয়তাকার ভাবে কেটে দিন। আয়তাকার স্থানের দুই প্রান্তে ছিদ্র করে দড়ি বেঁধে দিন। চাইলে বোতলে পছন্দের রং করতে পারেন, নকশাও করা যায়। আয়তাকার অংশে পাখির খাবার দিয়ে বাগানে ঝুলিয়ে রাখুন।

পাতার ছাপ দেওয়া পতাকা

গাছের পাতার ছাপ দিয়ে পতাকা বানিয়ে নিন।

গাছের পাতার ছাপ দিয়ে পতাকা বানিয়ে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

পাহাড়ে যেমন রঙিন এবং সাদা পতাকা ঝোলানো থাকে, হাওয়ায় পতপত করে ওড়ে— তেমনটাই রাখতে পারেন শখের বাগানে। সাদা কাপড়ের উপর বিভিন্ন রকম পাতা রঙে চুবিয়ে ছাপ দিন। এক একটি সাদা খণ্ডে এক একরকম পাতার ছাপ দিয়ে সেটি শুকিয়ে নিন। তার পর নির্দিষ্ট দূরত্ব অন্তর কাপড়গুলি দড়িতে ঝুলিয়ে বাগানে টাঙিয়ে দিন।

জুট ব্যাগের টব

জুট ব্যাগ দিয়েও বাগান সাজানো যায়।

জুট ব্যাগ দিয়েও বাগান সাজানো যায়। ছবি:সংহীত।

বাড়িতে অনেক সময় পুরনো হয়ে যাওয়া জুটের ব্যাগ পড়ে থাকে। সেগুলিও বাগান সাজাতে কাজে লাগানো যায়। টব মুড়িয়ে দিন জুটের ব্যাগ দিয়ে। শক্তপোক্ত দড়ির সাহায্যে ঝুলিয়ে দিন। দেখলে মনে হবে ব্যাগেই গাছ হয়েছে।

নারকেলের খোল

নারকেলের খোল দিয়ে টব।

নারকেলের খোল দিয়ে টব। ছবি:সংগৃহীত।

নারকেলের খোল ব্যবহার করে শৌখিন টব তৈরি করা যায়। অন্দরসজ্জার গাছ হোক বা বাগান সজ্জা— নানা ভাবে সেটি কাজে লাগাতে পারেন। নারকেলের খোসাটি খসখসে কাগজ দিয়ে ঘষে তেলা করে নিন। একটা সুন্দর শক্তপোক্ত হালকা বাঁকানো ডালও একই ভাবে ঘষে পরিষ্কার করে নিন। পছন্দের রং করুন নারকেলের খোলে এবং ডালে। এবার নারকেলের খোলে যে ছিদ্র থাকে তার সাহায্যে দড়ি প্রবেশ করিয়ে ডালের সঙ্গে ঝুলিয়ে দিন। বড় ডাল হলে একসঙ্গে দু’তিনটি নারকেলের খোলা ঝুলিয়ে নিতে পারেন। তার মধ্যে ছোট ছোট গাছ বসান। আবার দুটি আড়াআড়ি ভাবে ভাঙা নারকেলের খোলা উল্টো করে জুড়ে তৈরি করুন টব। রং করে গাছ বসান।

Advertisement
আরও পড়ুন