Spec Cleaning Tips

রোজ পরার চশমা ঝকঝকে রাখবেন কী ভাবে? কত দিন অন্তর পরিষ্কার করবেন?

যত্নের অভাবে অনেক সময়েই রোজের পরার চশমাটি দেখতে পুরনো লাগে। যদি দেখা যায়, কাচ মুছে পরিষ্কার করার পরেও ঘোলাটে লাগছে। তা হলে চশমা একটু বাড়তি যত্ন সহকারে পরিষ্কার করার সময় এসেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ২০:৩১

ছবি : সংগৃহীত।

দৃষ্টি ঝাপসা হওয়া যেমন কাম্য নয়, তেমনই যার সাহায্যে কমজোরি চোখ পরিষ্কার দেখার সুযোগ পাচ্ছে, সেটিকেও পরিষ্কার রাখা জরুরি।

Advertisement

যত্নের অভাবে অনেক সময়েই রোজের পরার চশমাটি দেখতে পুরনো লাগে। যদি দেখা যায়, কাচ মুছে পরিষ্কার করার পরেও ঘোলাটে লাগছে। তা হলে চশমা একটু বাড়তি যত্ন সহকারে পরিষ্কার করার সময় এসেছে। চশমা পরিষ্কারের কিছু নিয়ম আছে। তা মেনে চললে চশমা একেবারে নতুনের মতোই ঝকঝক করবে! সহজ পাঁচটি ধাপে পরিষ্কার করে নিন চশমা।

১। অল্প উষ্ণ জলে ডুবিয়ে পরিষ্কার করুন চশমা। এতে চশমায় জমে থাকা পুরনো ধুলো ময়লা নরম হবে।

২। কয়েক ফোঁটো ডিশ ধোয়ার সাবান চশমায় ফেলে হালকা হাতে ঘষুন। খেয়াল রাখবেন বেশি ক্ষার যুক্ত সাবান ব্যবহার করবে না। তাতে কাচের পরতের ক্ষতি হতে পারে।

৩। আঙুল দিয়েই ঘষে ঘষে পরিষ্কার করুন। তবে নোজ়প্যাডের কাছে জমে থাকা ময়লা পরিষ্কার করতে ব্রাশের সাহায্য নিতে পারেন।

৪। জোরে পড়া জলের নীচে ধরে ময়লা পরিষ্কার হতে দিন। খেয়াল করুন সাবানও যেন লেগে না থাকে। অতিরিক্ত জলও ঝেরে ফেলুন।

৫। মাইক্রোফাইবার দিয়ে পরিষ্কার করুন। সপ্তাহে এক বার এই ভাবে চশমা ধুয়ে পরিষ্কার করলে তা বছর খানেক পুরনো হলেও নতুনই মনে হবে।

Advertisement
আরও পড়ুন