Homemade Air Freshener

কৃত্রিম গন্ধ নয়, ঘর ভরে উঠুক প্রাকৃতিক সুবাসে, ঘরোয়া কয়েকটি উপাদানেই বানিয়ে নিন এয়ার ফ্রেশনার

এসেনশিয়াল অয়েল, ভেষজ এবং ফলের মতো উপাদান ব্যবহার করে ঘরোয়া এয়ার ফ্রেশনার বা়নানো যায় সহজেই। কৃত্রিম সুগন্ধির বদলে খাঁটি সুবাসে ভরিয়ে তুলতে পারে ঘর। জেনে নিন কৌশল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২
How to make air freshener with home ingredients

ছবি: এআই সহায়তায় প্রণীত।

এক দিকে বৃষ্টি, অন্য দিকে ভ্যাপসা গরম। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরেও বোটকা গন্ধ তৈরি হয়েছে পুজোর এই আবহে। বাজার থেকে কিনে এনে এয়ার ফ্রেশনার দিয়ে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর করার চেষ্টা করছেন, অথচ তাতেই লুকিয়ে বিপদ। বাজারের এয়ার ফ্রেশনারে রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন মনের মতো এয়ার ফ্রেশনার। রাসায়নিকও নেই, সাশ্রয়ীও।

Advertisement

এসেনশিয়াল অয়েল, ভেষজ এবং ফলের মতো উপাদান ব্যবহার করে ঘরোয়া এয়ার ফ্রেশনার বা়নানো যায় সহজেই। কৃত্রিম সুগন্ধির বদলে খাঁটি সুবাসে ভরিয়ে তুলতে পারে ঘর। জেনে নিন কৌশল।

একটি স্প্রে বোতলের অর্ধেক জল নিন। পছন্দের ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অথবা লেবুর গন্ধযুক্ত তেল বা গোলাপজল ৮–১০ ফোঁটা তাতে ঢেলে দিন। সামান্য অ্যালকোহল দিলে গন্ধ আরও বেশি দিন টিকবে। ভাল করে ঝাঁকিয়ে নিন, তারপর ঘরে স্প্রে করুন। তা ছাড়া কাচের জারে শুকনো লেবুর খোসা, দারচিনি বা লবঙ্গ ভরে রেখে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিলেও উপকার পাওয়া যায়। ঢাকনা খুলে রাখলেই ঘরে ছড়াবে সুবাস।

এর ফলে এক দিকে যেমন টাকাও বাঁচবে, রাসায়নিক ঝুঁকিও থাকবে না। ঘরের গন্ধ নিজের পছন্দমতো বানিয়ে নিতে পারবেন। নিয়ন্ত্রণ আপনারই হাতে।

Advertisement
আরও পড়ুন