Book Care Tips

আলমারিতে রাখা পুরনো বইগুলিতে উইপোকা ধরছে? আয়ু বাড়বে ৫ কৌশল মানলেই

বই পড়ার নেশা আর বইয়ের যত্ন নেওয়া এক কথা নয়। পড়তে ভালবাসলেও, ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না অনেকেই। কী ভাবে যত্নে রাখবেন সাধের বইগুলি রইল তারই হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:৪১
বইয়ের যত্নআত্তিতে ত্রুটি রাখছেন না তো?

বইয়ের যত্নআত্তিতে ত্রুটি রাখছেন না তো? ছবি: সংগৃহীত।

বই-পাগল মানুষের সংখ্যা আজও কম নয়। সারা দিনে অন্তত এক বার সময় বার করে বই না পড়লে তাঁদের শান্তি হয় না। বেশিরভাগ বই-প্রেমিক আবার কাগজের বই ছাড়া মোটে তৃপ্তি পান না। বাড়িতে তাঁদের বইয়ের পাহাড়। কিন্তু বই ভালবাসা আর তার যত্ন নেওয়া এক কথা নয়। পড়তে ভালবাসলেও, ঠিক পদ্ধতিতে বই সংরক্ষণ করতে পারেন না সকলে। কী ভাবে যত্নে রাখবেন সাধের বইগুলি রইল তারই হদিস।

Advertisement

১) যদি বই রাখার কোনও তাক আলাদা ভাবে কিনে থাকেন, তবে তা রাখুন এমন জায়গায়, যেখানে বাতাস খেলে। কিন্তু তা জানলার ধারে যেন না হয়। বরং চার দেওয়ালে ঘেরা কোনও জায়গায় হলে ভাল হয়। বইয়ের গায়ে সরাসরি সূর্যের তাপ যেন না পড়ে, সে দিকে লক্ষ রাখবেন।

২) বইয়ের পাতা ছিঁড়ে গেলে আঠা দিয়ে সাময়িক ভাবে কাজ চালিয়ে নেবেন না। এতে বইয়ে পোকা লাগার আশঙ্কা থেকে যায়। যাঁরা বই বাঁধাইয়ের সঙ্গে যুক্ত, তাঁদের পরামর্শ নিন এই বিষয়ে। বইপোকার উপদ্রব থেকে বাঁচতে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা রাখতে পারেন। এতে পোকায় কাটার আশঙ্কা কমে।

৩) সাজানোর সময়ে ভারী এবং বড়সড় দেখতে বইগুলিকে একেবারে নীচের তাকে রাখা ভাল। তার সঙ্গে খেয়াল রাখা জরুরি, ভিতরের কোনও পাতা মুড়ে গেল কি না।

৪) হার্ডকভার বইয়ের জ্যাকেট সরিয়ে রাখার প্রবণতা থাকে অনেকের। কিন্তু সেটি পরিয়ে রাখাই ভাল। তাতে ধুলো-ময়লার থেকে খানিক রক্ষা পায় বইটি।

৫) বইয়ের যে পাতাটি পড়ছিলেন সেই পাতায় ফিরে যেতে, পাতা মুড়ে রাখার পরিবর্তে বুকমার্ক ব্যবহার করুন।

Advertisement
আরও পড়ুন