Smart gardening

আপনার বাগান যখন ‘স্মার্ট’ হাতে

বিভিন্ন গ্যাজেট ও অ্যাপের মাধ্যমে বাগানের যত্ন নেওয়াও এখন সহজ। জেনে নিন বিশদে

সৌরজিৎ দাস
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪

গাছপালা এবং বাগানের যত্ন নেওয়ার পদ্ধতিতে পরিবর্তন এসেছে স্মার্ট গার্ডেনিংয়ের কারণে। এই আধুনিক পদ্ধতিতে সেন্সর, মোবাইল অ্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ‘স্মার্ট’ প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় ভাবে গাছপালাকে জল সরবরাহ এবং তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা সম্ভব। আপনার বারান্দার ছোট বাগান হোক বা বড় ছাদ-বাগান, ব্যস্ত জীবনের মাঝে স্মার্ট গার্ডেনিং হল উপযুক্ত সমাধান, যা জল এবং সময় উভয়ই সাশ্রয় করে।

সহায় সেন্সর

বস্তুত, আধুনিক স্মার্ট গার্ডেনিং কাজ করে বিভিন্ন সেন্সরের উপরে নির্ভর করে। প্রধানত, চার ধরনের সেন্সর এ ক্ষেত্রে কাজে লাগে। এক, মাটির আর্দ্রতা মাপার সেন্সর। এটি দেখে আপনার গাছের জলের প্রয়োজন আছে কি না। তা ছাড়া, গাছে জল বেশি না কম দেওয়া হল, তা-ও জানা যায় এর মাধ্যমে। দুই, তাপের মাত্রা পর্যবেক্ষণের জন্য টেম্পারেচার সেন্সর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত এ দেশে যেখানে খুব গরম পড়ে। তিন, হিউমিডিটি সেন্সর। বাতাসের আর্দ্রতা মাপে, বিশেষ করে বর্ষাকালের জন্য এর গুরুত্ব অপরিসীম। আর, শেষে রয়েছে লাইট সেন্সর, যা বাড়ির ভিতরের বাগানের জন্য খুব উপযোগী। এর মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন, গাছপালাগুলি পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে কি না।

স্মার্ট সয়েল সেন্সরগুলি সরাসরি বাগানে পুঁতে রাখা যেতে পারে যাতে মাটির পিএইচ ব্যালান্স, আর্দ্রতার পরিমাণ এবং পুষ্টির মাত্রাও পর্যবেক্ষণ করা যায়। অ্যাপের সঙ্গে এই গ্যাজেট যুক্ত করা হলে, সেটি তখন বলে দেবে কখন আপনার গাছগুলিকে জল দিতে হবে বা কখন তাদের নির্দিষ্ট পুষ্টির প্রয়োজন। এই সেন্সরগুলি থেকে সংগৃহীত তথ্যের উপর ভিত্তি করে, জল সরবরাহ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা বিন্যাস করা যেতে পারে। এই ভাবে গাছের স্বাস্থ্য সুনিশ্চিত করা যায় এবং জলের অপচয় কমানো যায়। হর্টিকালচারিস্ট পলাশ সাঁতরার কথায়, “কয়েক দিনের জন্য বাইরে গেলেও, গাছে জল দেওয়া বা তার রক্ষণাবেক্ষণের জন্য সে ভাবে চিন্তা করতে হয় না এখন। মোবাইল অ্যাপের মাধ্যমে টাইমার সেট করে দিলে বা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত গার্ডেনিং প্রক্রিয়াকে সে ভাবে নির্দেশ দিয়ে রাখলে সেগুলি পরিস্থিতি বিশ্লেষণ করে সময়মতো নিজেদের কাজ করে রাখে।”

গাছের বিভিন্ন প্রজাতি এবং তাদের রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা শনাক্ত করার জন্য উদ্ভিদবিদ্যার গভীর জ্ঞান না থাকলেও সমস্যা নেই। নতুন এবং অভিজ্ঞ, উভয় বাগানকরিয়েদের জন্য গাছের শনাক্তকরণ সহজ করে তুলছে এআই। গাছের জন্য ব্যবহৃত অ্যাপগুলি এআই-চালিত চিত্র শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহার করে ছবি থেকে উদ্ভিদ প্রজাতি চিনিয়ে দিতে পারে। পলাশ সাঁতরার কথায়, “এর জন্য স্মার্টফোন দিয়ে গাছের একটি ছবি তুলুন। অ্যাপটি আপনাকে বলে দেবে এটি কী ধরনের গাছ, কী ভাবে তার যত্ন নিতে হবে। কোন গাছে কোন ধরনের কীটপতঙ্গ আক্রমণ করতে পারে, তা থেকে গাছ সুস্থ করে তোলার তথ্যও দিয়ে থাকে কিছু অ্যাপ।” বেশির ভাগ মোবাইল অ্যাপই বেশ সহজ, ফলে তা পরিচালনা করার জন্য খুব বেশি প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয় না। স্মার্ট সিস্টেমগুলি সাধারণত ৩০-৫০% জলের ব্যবহার কমিয়ে দেয়, যা পরিবেশের জন্য সহায়ক। শুধু তা-ই নয়, এই প্রক্রিয়া উন্নত মানের পুষ্টির মাধ্যমে রাসায়নিক সারের চাহিদা হ্রাস করে।

স্মার্ট গার্ডেনিং-এর ক্ষেত্রে সাধারণত যে ধরনের গ্যাজেট ব্যবহৃত হয়:

  • স্মার্ট ইরিগেশন সিস্টেম: যে কোনও বাগানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জল দেওয়া। অতিরিক্ত, কম অথবা ভুল সময়ে জল দেওয়া, সবই গাছের ক্ষতি করতে পারে। একটি স্মার্ট সেচ ব্যবস্থা এই জরুরি কাজটি সহজে করে দেয়।
  • সয়েল সেন্সর: মাটির নীচে কী ঘটছে, উদ্ভিদের স্বাস্থ্যের জন্য কী দরকার, তা জানা অত্যন্ত জরুরি। এখানেই স্মার্ট সয়েল সেন্সরের ভূমিকা গুরুত্বপূর্ণ। রিয়েল-টাইম ডেটা প্রদান করে, ঠিক কখন জল দিতে হবে,সার দিতে হবে বা কতটা সূর্যালোক চাই, তার তাৎক্ষণিক তথ্য পেতে সাহায্য করে।
  • স্মার্ট গ্রো লাইট: ইনডোর গার্ডেনিংয়ে এটি অত্যাবশ্যক। এই এলইডি আলো প্রাকৃতিক সূর্যালোকের অনুকরণ করে এবং স্বয়ংক্রিয় ভাবে চালু এবং বন্ধ করার জন্য সেট করা যেতে পারে। বস্তুত, এই গ্যাজেট বছরব্যাপী চাষ-আবাদে সহায়তা করে, সুস্থ চারাগাছের প্রসার ঘটায় এবং কম আলোর জায়গায় ঘরের গাছপালাকে সমৃদ্ধ রাখে।
  • স্মার্ট কমপোস্টার: খাদ্যের অপচয় কমাতে এবং বাগানের মাটি সমৃদ্ধ করতে কম্পোস্ট তৈরি একটি জরুরি পদক্ষেপ। কিন্তু ঐতিহ্যবাহী উপায়ে কম্পোস্ট তৈরির বিষয়টি সময়সাপেক্ষ এবং অগোছালো হতে পারে। এখানেই স্মার্ট কম্পোস্টার কাজে লাগে। এই যন্ত্রগুলি তাপ, মিশ্রণ এবং সেন্সর ব্যবহার করে খাবারের অবশিষ্টাংশ দ্রুত ভেঙে ফেলে, কিছু ক্ষেত্রে এক দিনের মধ্যে।
  • রোবোটিক লন মোয়ার: লনের ঘাস কাটতে কাটতে ক্লান্ত? একটি রোবোটিক লনের ঘাস কাটার যন্ত্র আপনার হাত থেকে এই কাজটি কমিয়ে দেবে। রোবোটিক ভ্যাকুয়ামের মতো, এটি উঠোনে স্বয়ংক্রিয় ভাবে ঘুরে বেড়ায় এবং আপনার পছন্দসই দৈর্ঘেই ঘাস ছাঁটাই করে দিতে পারে। সময় বাঁচায়, লন পরিষ্কার রাখে।

প্রযুক্তি যত বেশি সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে, স্মার্ট গার্ডেনিং সিস্টেমগুলি দেশজুড়ে আরও সুন্দর বাগান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একই সঙ্গে আমাদের জল সংরক্ষণের লক্ষ্যগুলি পূরণ করবে। আপনি ফ্ল্যাটেই থাকুন বা নিজের বাড়িতে, স্মার্ট গার্ডেনিং প্রযুক্তি অন্তর্ভুক্ত করলে আপনার জীবনযাত্রাও সহজ হবে, বাগানও ভাল থাকবে।

আরও পড়ুন