relationship advice for newlywed

জয়ার সঙ্গে পঞ্চাশ বছরের ‘সিলসিলা’! সুখী দাম্পত্যের জন্য কী পরামর্শ দিলেন অমিতাভ?

১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে সূত্রপাত অমিতাভ ও জয়ার প্রেমের। তার বছর দুয়েকের মধ্যেই জয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিগ বি। প্রায় ৫০ বছরের দাম্পত্য জীবন তাঁদের। সম্প্রতি এক টেলিভিশন শোয়ের মঞ্চে দাম্পত্যে সুখী থাকার টোটকা শেখালেন অমিতাভ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৪:১৭
জয়া-অমিতাভের সুখী দাম্পত্য জীবনের রহস্য কী?

জয়া-অমিতাভের সুখী দাম্পত্য জীবনের রহস্য কী? ছবি: সংগৃহীত।

৫০ বছরের দাম্পত্য জীবন অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চনের। মাঝে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও এখনও যথেষ্ট মজবুত স্বামী-স্ত্রীর সম্পর্ক। তাঁদের দাম্পত্যের মাঝে এসে পড়ে অমিতাভের একাধিক সম্পর্কের গুঞ্জন, তবুও তাঁরা কিন্তু বলিউডের অন্যতম সেরা জুটি। অমিতাভ আর জয়ার সুখী দাম্পত্যের রহস্য কী?

Advertisement

সম্প্রতি এক টেলিভিশন শোয়ের মঞ্চে দাম্পত্যে সুখী থাকার টোটকা শেখালেন অমিতাভ। অভিনেতা মজার ছলে বলেন, ‘‘স্ত্রীর সামনে সব সময় সব কথা মেনে নেবেন, তাঁরা সব সময় ঠিক কথাই বলেন। ভিতরের কথা তো আমি আর আপনিই জানি, তাই না?’’

মজার চলে হলেও দাম্পত্য জীবন নিয়ে অমিতাভ বচ্চনের এই পরামর্শ কিন্তু সত্যিই মনে রাখার মতো। দাম্পত্যে যখন কোনও ঝগড়া হয়, তখন কে ঠিক তা প্রমাণ করতে গিয়েই অনেক সময় ছোট সমস্যা বড় আকার নিয়ে নেয়। কথায় কথা বাড়ে। স্বামী-স্ত্রী দু’জনের মধ্যেই নিজেকে ঠিক প্রমাণ করার যুদ্ধ চলতে থাকে। তা থেকে সমস্যা অজান্তেই অনেকটা বে়ড়ে যায়। তার বদলে যদি সেই উত্তেজনার পরিস্থিতিতে কেউ এক জন বলেন, ‘‘হ্যাঁ, তুমিই ঠিক বলছ’’, তা হলেই কিন্তু অনেক বড় ঝামেলা-অশান্তি এড়ানো সম্ভব। পরে যখন দু’জনের মেজাজ ভাল থাকবে, তখন না হয় নিজে কী ভাবছেন সেটা সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় অলোচনা করে নিলেন। সেই মুহূর্তে অন্য জনের কথা মেনে নিচ্ছেন মানে তিনিই যে সব সময় ঠিক, এমনটা ভাবার কোনও কারণ নেই। তবে দাম্পত্যে শান্তি বজায় রাখতে না হয় ওই সময়টুকু হার মানলেন, পরে তো নিজের যুক্তিটা সঙ্গীর সামনে রাখার অনেক সময় পাবেন। কোনও সাময়িক ঝগড়ায় নিজেকেই সঠিক প্রমাণ করা নয়, একে অপরকে বোঝার নামই তো দাম্পত্য। অমিতাভ কিন্তু এই মন্ত্র মেনেই সুখে রয়েছেন।

১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে সূত্রপাত অমিতাভ ও জয়ার প্রেমের। তার বছর দুয়েকের মধ্যেই জয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিগ বি। ‘অভিমান’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘কভি খুশি কভি গম’-এর মতো ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন অমিতাভ ও জয়া। জয়ার মতে, অমিতাভ তাঁর প্রিয় বন্ধু।

Advertisement
আরও পড়ুন