Dog Toy Risk

সামনে যা পায় তাই চিবোয়? এমন পোষ্য সারমেয়কে কোন ধরনের খেলনা দিলে বিপদ হতে পারে

খেলনা পেয়ে পোষ্য খুশি হলেও, তাতে সারমেয়র বিপদ হবে না তো? পোষ্যের জন্য খেলনা কেনার আগে কোন বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ২০:০৯
পোষ্যকে কোন খেলনা দিলে বিপদ হতে পারে?

পোষ্যকে কোন খেলনা দিলে বিপদ হতে পারে? ছবি: ফ্রিপিক।

চার বছরের কুট্টুস ভারি শান্ত স্বভাবের। চেহারা ভারী হলেও তাকে নিয়ে তেমন কোনও ঝামেলা পোহাতে হয় না তার অভিভাবকদের। কিন্তু শান্ত সারমেয়কে খেলনা কিনে দিয়ে যে এমন বিপদে পড়তে হবে ঘুণাক্ষরেও ভাবেননি সৃজিতা।কুট্টুসের জন্য আলো-জ্বলা বল কিনে এনেছিলেন তিনি। চারপেয়ে এমন খেলনা পেয়ে বেজায় খুশি।

Advertisement

এদিকে আদরের কুট্টুস যখন খেলায় মগ্ন ঘুমিয়ে পড়েছিলেন সৃজিতা। ঘুম ভেঙে উঠে সারমেয়র সাড়াশব্দ না পেয়ে উঁকিঝুঁকি দিয়ে দেখেন খাবার টেবিলের নীচে ঘাপটি মেরে বসে রয়েছে সে। মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। বলের অবস্থা দফারফা। পরমুহূর্তেই বুঝতে পারেন আদরের কুট্টুস সেই বল চিবোতে গিয়ে ভিতরের প্লাস্টিকের অংশ বার করে ফেলেছে। আর তাতেই কেটে গিয়েছে মুখের একাংশ।

পোষ্যের জন্য খেলনা কেনার আগে তাই অনেক বিষয় ভেবে নেওয়া দরকার, বলছেন পশুরোগ চিকিৎসক বা এই ব্যাপারে ভুক্তভোগীরা। বিশেষত সারমেয়র যদি সবকিছু চিবিয়ে ফেলার অভ্যাস থাকে, তা হলে আপাত সাধারণ খেলনাও বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোন ধরনের খেলনা কেনার আগে সতর্ক হবেন?

বিষাক্ত উপকরণ: খেলনা যেমনই হোক সেটি কী দিয়ে তৈরি বোঝা দরকার। প্লাস্টিকের খেলনা পোষ্যের জন্য ক্ষতিকর। প্লাস্টিক বা যে ধরনের খেলনায় বিপিএ এবং ফ্যালেটস আছে সেগুলি এড়িয়ে যাওয়া দরকার। কুকুর যেহেতু খেলনা মুখে দেয়, চাটে বা চিবোয় তাই এই ধরনের জিনিস পেটে গেলে অসুস্থ হয়ে পড়তে পারে সে। সীসা, ক্যাডমিয়ামের মতো ধাতুও কুকুরের জন্য ক্ষতিকর। জিনিসটি ধাতব হলে দেখে নিন, এই ধরনের ধাতু আছে কি না।

আলগা উপকরণ: কুকুরদেরও ‘সফট টয়’ পাওয়া যায়। কিন্তু মুশকিল হল এতে থাকা প্লাস্টিকের চোখ, ছোট নাক বা খেলনার টুকিটাকি জিনিসপত্র যদি আলগা হয়ে উঠে আসে আর তা অসাবধানে কুকুরের পেটে চলে যায়, তা হলে বিপদ অনিবার্য। খেলনা কেনার আগে প্লাস্টিকের চোখ বা সহজে ছিঁড়ে যেতে পারে এমন খেলনা বাদ দেওয়া ভাল।

ব্যাটারি চালিত: পোষ্যের জন্য ব্যাটারিচালিত খেলনাও পাওয়া যায়। হয়তো জিনিসটি মুখে দিলে পোষ্যের ক্ষতি হবে না। কিন্তু যে সব কুকুর জিনিসপত্র চিবিয়ে ছিঁড়ে ফেলে, তাদের কাছে এই খেলনা পড়লে তারা চিবিয়ে ব্যাটারি পর্যন্ত পৌঁছে যেতে পারে। ব্যাটারি রাখার প্লাস্টিকের ধারে কুকুরের মুখ কেটে যেতে পারে আবার ব্যাটারিও মুখে চলে যেতে পারে।

পোষ্যের জন্য নিরাপদ কোনগুলি?

· এমন খেলনা কিনুন যাতে ক্ষতিকর উপাদান নেই। বিপিএ, ফ্যালেট বাদ দেওয়া দরকার।

· খেলনা যেন কুকুরের মুখের তুলনায় বড় হয়। ছোট হলে জিনিসটি গিলে ফেলতে পারে।

· কুকুরের চিবোনোর অভ্যাস থাকলে শক্তপোক্ত খেলনা কিনুন, যা চিবিয়ে ফেললেও পোষ্যের ক্ষতি হবে না।

সবচেয়ে জরুরি হল, যে খেলনাই দেওয়া হোক না কেন, তাকে চোখে চোখে রাখতে হবে। মানব শিশুকে যেমন নজরে রাখা দরকার, পোষ্যকেও তাই।

Advertisement
আরও পড়ুন