Pet Tracking AI Collar

পোষ্যের খাওয়াদাওয়ার খেয়াল রাখবে, রোগ হলে সতর্ক করবে, বিশ্বে প্রথম এআই ‘কলার’ এল কুকুরের জন্য

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ‘স্মার্ট কলার’ চলে এল পোষ্যদের জন্য। এই এআই কলার পোষ্যের খাওয়াদাওয়া, শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখবে বলেই দাবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৭:৪০
World’s first AI Based Dog collar to track pet health

পোষ্যের শরীর-স্বাস্থ্য, খাওয়াদাওয়ার খুঁটিনাটির খবর দেবে এআই কলার। ছবি: ফ্রিপিক।

গলায় পরিয়ে দিলেই আর কোনও চিন্তা থাকবে না অভিভাবকদের। পোষা কুকুর কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, তার শরীর কেমন আছে— প্রতিটি মুহূর্তের খবরই চলে আসবে হাতের মুঠোয়। বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ‘স্মার্ট কলার’ চলে এল পোষ্যদের জন্য। এই এআই কলার পোষ্যের খাওয়াদাওয়া, শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখবে বলেই দাবি।

Advertisement

এফআই-এর ‘সিরিজ ৩ প্লাস’ স্মার্ট কলার চলে এসেছে বাজারে। সংস্থার তরফে জানানো হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে কলারটি। সেটি একাধারে জিপিএস ট্র্যাকারের কাজ করবে, অর্থাৎ, পোষ্য কোথায় যাচ্ছে, কখন কী করছে, তার খুঁটিনাটির খোঁজ দেবে, আবার ফিটনেস ট্র্যাকারের কাজও করবে। পোষ্যের শরীর খারাপ হচ্ছে কি না, শরীরে কোনও রোগ বাসা বাঁধছে কি না, পোষ্য কত ক্ষণ ঘুমোচ্ছে, কখন জাগছে ইত্যাদি সব খবরই পৌঁছে দেবে অভিভাবকদের কাছে।

বাড়িতে পোষ্য থাকলে সব অভিভাবকই চিন্তায় থাকেন। পোষ্যের ক্লান্তি বাড়ছে কি না, ঠিকমতো খাওয়াদাওয়া করছে না কেন বা কোনও রোগে আক্রান্ত হয়েছে কি না, এই নিয়ে চিন্তা থাকেই। পোষ্যদেরও মনখারাপ হয়, অবসাদ-উদ্বেগে ভোগে তারাও। আবার মানুষের মতোই ডায়াবিটিস, হাইপারটেনশন, হার্টের রোগও হয় পোষ্যদের। তাই ওদের যত্নে রাখতে ও সব সময়ে চোখে চোখে রাখতে এই এআই কলারটি উপযোগী হবে বলেই মনে করছেন গবেষকেরা।

পোষ্যের ‘স্লিপ প্যাটার্ন’ও বোঝা যাবে কলারটি থেকে। পোষ্যের যদি ঘুম বেড়ে যায়, দৌড়ঝাঁপ করতে না চায়, তা হলে সতর্ক হতে হবে। অনেক সময়েই সংক্রমণ জনিত রোগ বা হার্টের রোগ দেখা দিলে, রক্তে শর্করা বাড়লে পোষ্যের আচরণে এমন বদল আসে। পোষ্যের ওজন বাড়ছে কি না, পুষ্টির ঘাটতি হলেও তা বোঝা যাবে কলার থেকে। স্মার্ট কলারটির সঙ্গে মোবাইলের একটি অ্যাপ লিঙ্ক করিয়ে রাখতে হবে। সেখানে স্কেল সিস্টেম থাকবে। পোষ্যের গতিবিধি, স্বাস্থ্য, ডায়েট, ঘুম— ইত্যাদি সব কিছুরই আলাদা আলাদা ভাগ থাকবে। প্রতিটি বিষয়ের খুঁটিনাটি ডেটা পাওয়া যাবে কলার থেকে। পোষ্য যদি হারিয়ে যায়, তা হলে তার খোঁজ পেতেও সাহায্য করবে এই কলার।

Advertisement
আরও পড়ুন