Rice storage tips

বাড়িতে রাখা চালে পোকার উপদ্রব বাড়ছে? ৫টি ঘরোয়া টোটকায় সমস্যার সমাধান হতে পারে

বাড়িতে রাখা চালে পোকার সমস্যা নতুন কিছু নয়। চালকে সুরক্ষিত রাখতে কয়েকটি জিনিস ব্যবহার করলে উপকার পাওয়া যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২০:০০
To protect rice from pests follow these 5 home easy tips and tricks

ঘরোয়া পদ্ধতিতে চালকে পোকার হাত থেকে রক্ষা করা সম্ভব। ছবি: সংগৃহীত।

বাড়ির রান্নাঘরে বিভিন্ন পোকার উপদ্রব হতেই থাকে। আর চালে খুব সহজেই পোকা ধরে যেতে পারে। খুব সহজে কয়েকটি জিনিস ব্যবহার করে সারা বছর চালকে পোকার হাত থেকে রক্ষা করা সম্ভব।

Advertisement

কী কী ব্যবহার করতে পারেন?

বাড়িতে অনেক সময়েই আমরা বেশি পরিমাণে চাল কিনে রেখে দিই। চাল বেশি দিন কৌটোর মধ্যে বন্ধ থাকলে, সেখানে পোকারা বাসা বাঁধতে পারে। অনেক সময় রান্নার আগে সেই পোকা ধরা চাল বাছতে অনেকটাই সময় নষ্ট হয়। আবার চালে পোকার পরিমাণ বেশি হলে, তখন সম্পূর্ণ চালকেই ফেলে দিতে হতে পারে। তাই সময় তাকতে সতর্ক হতে হবে।

১) লবঙ্গের মধ্যে পোকাদের দূরে রাখার গুণ রয়েছে। লবঙ্গের ঝাঁজ থেকে পোকারা দূরে থাকে। তাই চাল রাখার পাত্রের মধ্যে অল্প পরিমাণে লবঙ্গা রাখা যেতে পারে।

২) চালে পোকা ধরে গেলে, রোদে রেখে দিলে পোকা দূর হয়। তার পর সেই চালের মধ্যে সদ্য গাছ থেকে পাড়া নিমপাতা রাখা যেতে পারে। শুকনো নিমপাতা গুঁড়ো করে একটি কাপড়ের পুঁটলির মধ্যে রাখলে, চালে আর পোকা ধরবে না।

৩) চালের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো হলুদ বেঁধে রেখে দিলে চালে পোকা ধরবে না। এই ভাবে চালকে দীর্ঘ দিন বাড়িতে পাত্রের মধ্যে সুরক্ষিত রাখা সম্ভব।

৪) শুকনো লঙ্কা রান্নাঘরে নানা কাজে ব্যবহার করা হয়। চালের পাত্রের মধ্যে বেশ কিছ শুকনো লঙ্কা রাখা থাকলে, সেই ঝাঁঝ পোকা দূর করতে সাহায্য করে।

৫) বাড়িতে রান্নাঘরে রসুন সহজলভ্য। খোসা সমেত কয়েকটি রসুন চালের মধ্যে পুঁতে রাখা যেত পারে। রসুনের উপস্থিতিতে চালে পোকা ধরবে না।

Advertisement
আরও পড়ুন